টেস্টিকুলার ক্যান্সারে আক্রান্ত ডর্টমুন্ডের নতুন স্ট্রাইকার হ্যালর
Published : Wednesday, 20 July, 2022 at 12:00 AM
গেল
মাসেই আয়াক্স থেকে বরুশিয়া ডর্টমুন্ডে এসেছেন আইভরি কোস্টের স্ট্রাইকার
সেবাস্টিয়ান হ্যালর। দুর্দান্ত এক মৌসুম কাটিয়ে ভালোভাবেই শুরু করেছিলেন
ক্লাবের প্রাক-মৌসুম প্রস্তুতি। তবে হঠাৎ করে টেস্টিকুলার ক্যান্সারে
(মূত্রথলীর) আক্রান্ত হলেন ডর্টমুন্ডের নতুন এই স্ট্রাইকার।
অফিসিয়াল
ওয়েবসাইটে এক ব্যাখ্যায় ডর্টমুন্ড জানিয়েছে, সোমবার ক্লাবের প্রাক-মৌসুম
প্রস্তুতি চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়ে হ্যালর। পরবর্তীতে মেডিক্যাল
টেস্টে তার টেস্টিকুলার ক্যান্সার ধরা পড়ে। তার অণ্ডকোষে একটি টিউমারের
অস্তিত্ব মিলেছে।'
বরুশিয়া ডর্টমুন্ডের পরিচালক সেবাস্টিয়ান কেহল বলেন,
'হঠাৎ করে এমন দুসংবাদ হ্যালর ও আমাদের জন্য বড় ধাক্কা নিয়ে এসেছে।
ডর্টমুন্ড পরিবার হ্যালরের দ্রুত সুস্থতা কামনা করছে। আমরা তার সম্ভাব্য
সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করবো।'