২৬ জুলাই জিম্বাবুয়ে যাবে টাইগারদের প্রথম বহর
Published : Wednesday, 20 July, 2022 at 12:00 AM
ওয়েস্ট
ইন্ডিজ সিরিজ শেষে দেশে ফিরে জিম্বাবুয়ে সিরিজের প্রস্তুতির জন্য খুব বেশি
সময় পাবে না বাংলাদেশ। এক সপ্তাহেরও কম সময়ের প্রস্ততি নিয়ে জিম্বাবুয়ের
উদ্দেশে রওনা দেবেন জাতীয় দলের ক্রিকেটাররা।
কয়েক দফায় টাইগাররা
জিম্বাবুয়ে যাবেন। ২৬ জুলাই দেশ ছাড়বে ক্রিকেটারদের প্রথম বহর। আসন্ন
সিরিজে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে বাংলাদেশ।
সিরিজে থাকছে না কোনো টেস্ট। তবে জিম্বাবুয়ে সফরে ওয়ানডে সিরিজের ম্যাচগুলো
আইসিসি ওয়ানডে সুপার লিগের অংশ নয়।
জিম্বাবুয়ের জন্য প্রস্তুতি নিতে
টাইগারদের হাতে সময় খুবই অল্প। ওয়েস্ট ইন্ডিজ সফর শেষে ২০ জুলাই টাইগারদের
প্রথম বহর পা রাখবে বাংলাদেশে। পরদিন ২১ জুলাই ঢাকায় পৌঁছাবে ক্রিকেটারদের
দ্বিতীয় বহর।
সিরিজ শেষে বাকিরা দেশে ফিরলেও ফিরছেন না ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। কিছুদিন লন্ডনে ছুটি কাটিয়ে দেশে ফিরবেন তিনি।
ওই সিরিজে সিনিয়রদের সবাই খেললেও থাকা হচ্ছে না বাঁহাতি অলরাউন্ডার সাকিব আল হাসানের। পারিবারিক কারণে তিনি ছুটি নিয়েছেন সিরিজ থেকে।