চান্দিনায় স্বেচ্ছাসেবকলীগ সভাপতির রোগমুক্তি কামনায় দোয়ানুষ্ঠান
Published : Wednesday, 22 June, 2022 at 12:00 AM
রণবীর ঘোষ কিংকর।
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্মল রঞ্জন গুহ এর রোগমুক্তি কামনায় কুমিল্লার চান্দিনায় মিলাদ-মাহফিল, দোয়া ও মুনাজাত হয়।
মঙ্গলবার (২১ জুন) বিকেলে চান্দিনা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে ওই অনুষ্ঠান হয়। এসময় চান্দিনা উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি কাজী আখলাকুর রহমান জুয়েল এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন - কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক মো. লিটন সরকার।
অনুষ্ঠানে পৌর স্বেচ্ছাসেবকলীগ সাবেক সহ-সভাপতি হাবিবুর রহমান জনি’র সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন- চান্দিনা উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আমির হোসেন আমু, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. মেহেদী হাসান সোহাগ, সাবেক সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর মো. আবু কাউসার, দেবিদ্বার উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সাংগঠনিক সম্পাদক যাদব রায়, স্বেচ্ছাসেবকলীগ নেতা মাওলানা আবু সুফিয়ান, চান্দিনা পৌর স্বেচ্ছাসেবকলীগ সাবেক সাধারণ সম্পাদক আবু মুসা জনি, মো. রাশেদুল ইসলাম রিপন, মো. শাহাদাত হোসেন, মো. আল আমিন প্রমুখ।