সিলেট বানভাসি মানুষের পাশে বরুড়ার ওরাই আপনজন ও ইচ্ছা মানব উন্নয়ন সংস্থা
Published : Wednesday, 22 June, 2022 at 12:00 AM
মোঃ ইলিয়াছ আহমদ, বরুড়া ||
কুমিল্লার বরুড়া উপজেলার দুটো সামাজিক সংগঠন ওরাই আপনজন ও ইচ্ছা মানব উন্নয়ন সংস্থা দেওড়া সিলেট সুনামগঞ্জ বানভাসিদের পাশে ত্রাণ সামগ্রী নিয়ে পাশে দাঁড়িয়েছে।
২১ জুন সকালে ওরাই আপনজন সামাজিক সংগঠন ও ইচ্ছা মানব উন্নয়ন সংস্থা থেকে দাওয়াতে ইসলামী এফ জি আর এফ এর মাধ্যমে ২শ ৫০ জনকে রান্না করা খাবার ২০ বস্তা ছিড়া, গুড়, খাবার পানি মোমবাতি, ম্যাচ বিতরণ করা হয়। দুটো সংগঠন কে এফ জি আর এফ সংগঠন থেকে অভিনন্দন জানানো হয়েছে।
সকালে দুটো সংগঠন থেকে বিকাশের মাধ্যমে এ পণ্য সামগ্রীর টাকা সংগঠনের দায়িত্বশীল রিফাত আত্বারীর কাছে পাঠান ওরাই আপনজন সংগঠনের সভাপতি মোঃ ইলিয়াছ আহমদ, সাধারণ সম্পাদক মাস্টার মোঃ জামাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ ইবনে মতিন বাপ্পী, ক্রিড়া সম্পাদক মোঃ ইকবাল হোসেন, নির্বাহী সদস্য মুফতি জামাল উদ্দিন, মাসুদ ও ইচ্ছা মানব উন্নয়ন সংস্থা দেওড়া সহ সম্পাদক প্রবাসী মেহেদী হাসান শাহপরান, নির্বাহী সদস্য প্রবাসী মোঃ রফিকুল ইসলাম। ইচ্ছা মানব উন্নয়ন সংস্থার দায়িত্ব শীল ইসরাফিল তা সমন্বয় করেন।