ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
গোমতীর পানি বিপৎসীমার ৮৫ সে.মি. নিচে
চর ডুবে যাওয়ায় ক্ষতিগ্রস্থ কৃষকেরা
তানভীর দিপু
Published : Monday, 20 June, 2022 at 3:07 PM, Update: 20.06.2022 3:25:38 PM
গোমতীর পানি বিপৎসীমার ৮৫ সে.মি. নিচেকুমিল্লায় গোমতী নদীর পানি বিপৎসীমার ৮৫ সেন্টিমিটার নিচে প্রবাহিত হচ্ছে। সোমবার দুপুর একটায় পানি উন্নয়ন বোর্ডের পানি উচ্চতা পরিমাপে দেখা যায় ৯.৯ মিটার উচ্চতায় গোমতী প্রবাহমান। এ উচ্চতা পরিমাপ করা হয় টিক্কারচর এলাকায়।যেখানে পানি উন্নয়ন বোর্ড গোমতীর বিপৎসীমার একক হিসেবে ধরেছেন ১০.৭৫ সে.মি.।  আগাম পুর্ভাবাসে পানি উন্নয়ন বোর্ড বলছে আগামী ২৫ জুন পর্যন্ত পানি বৃদ্ধি পেতে থাকবে।বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকোশলী খান মোহাম্মদ ওয়ালীউজ্জামান ।গোমতীর পানি বিপৎসীমার ৮৫ সে.মি. নিচে
এদিকে গোমতীর পানি বৃদ্ধি পাওয়ায় চর ডুবে গেছে যার ফলে কৃষকেরা ক্ষতিগ্রস্থ হচ্ছে। গোমতীর চরে ক্ষতিগ্রস্ত ফসলের ক্ষেত থেকে অসময়ে ফসল তুলে নিচ্ছেন কৃষকেরা।চরের  ফসলি জমিতে নদীর পানি উঠে যাওয়ায় ২৫০ শতক জমির মূলা আগাম তুলে ফেলতে হচ্ছে। ঢেড়শ ক্ষেতও ক্ষতিগ্রস্ত। লাউ- ঝিঙ্গা গাছের গোড়ায় কাঁদা জমে গাছ মরে যাবার উপক্রম। আগামী দুই তিন দিন পানি থাকলে সব গাছ মরে যাবে।
কৃষক মোঃ আক্তার হোসেন বলেন ,প্রায় ২৫০ শতক মূলা আগামা তুলে ফেলতে হবে। ৬ লাখ টাকার সবজি বিক্রি করার কথা থাকলেও  মাত্র ২ লাখ টাকায় বিক্রি করতে হবে।গোমতীর পানি বিপৎসীমার ৮৫ সে.মি. নিচে
মোঃ শাহ আলম বেপারী বলেন, যেখানে ৩০ টাকা মোঠা মূলা বিক্রি করা যেত এখন সেই মুলা ১২/১৫ টাকা মোঠা বিক্রি করতে হবে।গোমতীর পানি বিপৎসীমার ৮৫ সে.মি. নিচে