ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ব্রাহ্মণপাড়ায় ড্রেজার দিয়ে মাটি উত্তোলনের দায়ে ৩০ হাজার টাকা জরিমানা
ইসমাইল নয়ন।।
Published : Sunday, 19 June, 2022 at 7:35 PM
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজার দিয়ে মাটি উত্তোলনের দায়ে ড্রেজার মালিক মোঃ আলী হোসেন (৩৮) কে ৩০ হাজার  টাকা জরিমানা আদায় করা হয়েছে। গতকাল ১৮ জুন দুলালপুর ইউনিয়নের গোপালনগর গ্রামে এ অভিযান পরিচালনা করেন  উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি)।
উপজেলা প্রসাশন সূত্রে জানা গেছে,ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর ইউনিয়নের গোপালনগর গ্রামের ইছামুদ্দিনের বাড়ীর পার্শ্বে অবৈধ ড্রেজার দিয়ে মাটি উত্তোলন করেন গোপালনগর গ্রামের মৃত আবদুল হামিদের ছেলে মোঃ আলী হোসেন। ড্রেজার দিয়ে মাটি উত্তোলন সময় ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানা ও উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ কাউছার হামিদ অভিযান পরিচালনা করেণ। এসময় অবৈধ ড্রেজার দিয়ে মাটি উত্তোলনের কারণে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ড্রেজার মালিক আলী হোসেনকে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করেন। ব্রাহ্মণপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ কাউছার হামিদ জানান, পরিবেশ আইন ও অবৈধ ভাবে মাটি খনন আইনে ড্রেজার মালিককে এ টাকা জরিমানা করে আদায় করা হয়েছে।