চারশ কোটি টাকায় বায়ার্ন মিউনিখে সাদিও মানে!
Published : Sunday, 19 June, 2022 at 12:00 AM
ইংলিশ ক্লাব
লিভারপুল ছেড়ে জার্মানির চ্যাম্পিয়ন দল বায়ার্ন মিউনিখে নাম লেখাচ্ছেন
সেনেগালের তারকা ফরোয়ার্ড সাদিও মানে। ছয় মৌসুম লিভারপুলে থাকার পর নতুন
ঠিকানায় পাড়ি জমাচ্ছেন ৩০ বছর বয়সী এ ফরোয়ার্ড।
মানেকে দলে নিতে ৪১
মিলিয়ন ইউরো খরচ করতে হচ্ছে বায়ার্ন মিউনিখকে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায়
৪০০ কোটি টাকা। বায়ার্নের স্পোর্টিং ডিরেক্টর হাসান সালিহামিজিক এ খবরটি
নিশ্চিত করেছেন।
তবে একসঙ্গে পুরো ৪১ মিলিয়ন ইউরো পাবে না লিভারপুল।
প্রাথমিকভাবে ৩২ মিলিয়ন ইউরো দেবে বায়ার্ন। পরে ম্যাচ খেলার ওপর ৬ মিলিয়ন
এবং ব্যক্তিগত ও দলীয় অর্জনের ভিত্তিতে দিতে হবে আরও ৩ মিলিয়ন ইউরো।
ছয়
বছর আগে ইংল্যান্ডের আরেক ক্লাব সাউদাম্পটন থেকে মানেকে দলে নিতে লিভারপুল
গুনেছিল ৩৪ মিলিয়ন ইউরো। এখন তাকে বিক্রি করে সাত মিলিয়ন ইউরো লাভ করছে
অলরেডরা।
গত মে মাসে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে রিয়াল মাদ্রিদের
কাছে হারের পরই ক্লাব ছাড়ার ইচ্ছের কথা প্রকাশ করেছিলেন মানে। অন্যদিকে
রবার্ট লেওয়ানডস্কি ক্লাব ছাড়ায় বায়ার্নেরও একজন ফরোয়ার্ড প্রয়োজন ছিল।
দুই
পক্ষের প্রয়োজন মিলে যাওয়ায় সহজেই লিভারপুল থেকে বায়ার্নে পাড়ি জমাচ্ছেন
মানে। লিভারপুলের জার্সিতে ছয় বছরে ২৬৯ ম্যাচ খেলে ১২০টি গোল করেছেন মানে।