লাকসামে জেলা তথ্য অফিসের আয়োজনে দুই দিনব্যাপী শিশু মেলা
মো হুমায়ুন কবির মানিক ।।
Published : Sunday, 19 June, 2022 at 12:15 AM, Update: 19.06.2022 12:18:14 AM

কুমিল্লা জেলা তথ্য অফিসের আয়োজনে শনিবার লাকসাম উপজেলা পরিষদ প্রাঙ্গনে
দুই দিনব্যাপী শিশু মেলা শুরু হয়েছে। শিশুমেলার উদ্বোধন করেন লাকসাম উপজেলা
পরিষদের চেয়ারম্যান মো. ইউনুছ ভূইয়া। বর্নাঢ্য র্যালীর মাধ্যমে শিশুমেলার
কর্মসূচি শুরু হয়। র্যালী পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে
বক্তব্য রাখেন লাকসাম উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: ইউনুছ ভূইয়া। বিশেষ
অতিথির বক্তব্য রাখেন লাকসাম উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মহব্বত আলী,
গোবিন্দপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নিজাম উদ্দিন শামীম। স্বাগত বক্তব্য
রাখেন সিনিয়র তথ্য অফিসার, কুমিল্লা মোহাম্মদ নূরুল হক। আরো উপস্থিত ছিলেন
লাকসাম উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার প্রসাদ কুমার ভাওয়াল, লাকসাম উপজেলা
সমাজসেবা অফিসার উপন্যাস দাস ও লাকসাম উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মানসী
দাস।
লাকসাম উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা মতিনের সভাপতিত্বে আলোচনা সভায়
শিশুর শারীরিক ও মানসিক বিকাশে শিক্ষক ও অভিভাবকদের করণীয় বিষয় আলোচনা করা
হয়। তারপর মেলায় ডিজিটাল বাংলাদেশ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা, রচনা ও সুন্দর
হাতের লেখা প্রতিযোগিতা এবং চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শিশু
মেলায় ০৮টি ষ্টল ও চার শতাধিক ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন। মেলায়
সঙ্গীতানুষ্ঠান ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান উপস্থাপন করেন
সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন। ২২ মে রবিবার শিশু মেলার সমাপনী ও
পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।