ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
নির্বাচন কমিশন স্বচ্ছ ও নিরপেক্ষ ছিলো
Published : Thursday, 16 June, 2022 at 2:35 PM, Update: 16.06.2022 3:15:57 PM
নির্বাচন কমিশন স্বচ্ছ ও নিরপেক্ষ ছিলোনির্বাচন কমিশন নিরপেক্ষ ছিলো। গোলযোগের কারণে ফল প্রকাশ দেরী হয়েছে বলে জানিয়েছে রিটার্নিং কর্মকর্তা শাহেদ্দুন্নবী চৌধুরী।
তিনি সকালে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আমি ফল ঘোষনার সময় কাউকে ফোন করে বলিও নি শিল্পকলা একাডেমিতে আসতে। যারাই এসেছেন তারা তাদের নিজেদের লোকজনের কাছে শুনে এসেছে।
 ১৫ জুন কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের ফলাফল সংক্রান্ত বিষয়ে তিনি এসব কথা বলেন।
উল্লেখ্য, কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে বুধবার (১৫ জুন) মেয়র পদে আওয়ামী লীগের দলীয় প্রার্থী আরফানুল হক রিফাত বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। ১০১টি কেন্দ্রে তিনি ৫০ হাজার ৩১০ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী টেবিল ঘড়ি প্রতীকের মনিরুল হক সাক্কু পেয়েছেন ৪৯ হাজার ৯৬৭ ভোট।