ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
মক ভোটিংয়ে কুমিল্লার ভোটারদের তেমন সাড়া নেই
তানভীর দিপু
Published : Monday, 13 June, 2022 at 12:31 PM, Update: 13.06.2022 1:16:26 PM
মক ভোটিংয়ে কুমিল্লার ভোটারদের তেমন সাড়া নেই কুমিল্লা সিটি নির্বাচনের ভোট গ্রহনের মক ভোটিং অনুষ্ঠিত হচ্ছে। সকাল ১০ টা থেকে শুরু কওে ১০৫ টি কেন্দ্রে এক যোগে মক ভোটিং অনুষ্ঠিত হবে। ইভিএম মেশিনে ভোট প্রদানের প্রশিক্ষণ হিসেবে এই ভোটিং কার্যক্রমের আয়োজন করেছে নির্বাচন কমিশন। 
সকাল থেকে নগরীর বিভিন্ন কেন্দ্রে মক ভোটিংয়ে সাধারণ মানুষদের তেমন উপস্থিতি দেখা না গেলেও , যারাই এসেছেন এই প্রস্তুতিতে তারা সন্তুষ্টি জানিয়েছেন ইভিএমে ভোট পদ্ধতিতে। ভোটাররার জানান, ব্যালটের চেয়ে সহজে এবং দ্রুত ভোট দিতে পেরেছেন তারা। 
কুমিল্লা সিটি কর্পোরেশনে ২ লাখ ২৯ হাজার ৯২০ জন ভোটার ১৫ জুন মেয়র ও কাউন্সিলর পদে ভোট দিবেন।