ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ভারতীয় পণ্য বর্জনের আহ্বান কুবি শিক্ষার্থীদের
সাঈদ হাসান
Published : Sunday, 12 June, 2022 at 1:14 PM
ভারতীয় পণ্য বর্জনের আহ্বান কুবি শিক্ষার্থীদেরহযরত মুহাম্মদ (সা.) ও তার পরিবারকে নিয়ে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতার অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা অবিলম্বে ভারতীয় পণ্য বর্জনের দাবি জানিয়েছেন।

রোববার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে মানববন্ধন শেষে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, মুহাম্মদ (সা.) কে নিয়ে অবমাননাকর মন্তব্য করে বিজেপির দুই নেতা বিশ্বের কোটি কোটি মুসলমানের হৃদয়ে আঘাত করছেন। আমরা এক বিন্দু রক্ত থাকতে তা মেনে নেব না। বিজেপি নেতাদের বক্তব্য ভারতীয় উপমহাদেশসহ গোটা বিশ্বের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের একটি পায়তারা।

আবু মুসা ভূঁইয়া নামের এক শিক্ষার্থী বলেন, আমার রাসূলের এতটুকু সম্মানও তারা কমাতে পারো নাই, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে এসে তোমরা দেখে যাও।
ভারতীয় পণ্য বর্জনের আহ্বান কুবি শিক্ষার্থীদের
আশরাফুল ইসলাম নামের এক শিক্ষার্থী বলেন, আমাদের গতি, শক্তি এখনো দমে যায়নি। আমরা এখনো রক্ত মাংস দিতে পারি।

আহমেদ রাফি নামের এক শিক্ষার্থী বলেন, সে সময়ে নারীদের সম্মান ছিলো না, জীবিত কবর দেওয়া হতো, ঠিক সে সময়ে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত বলে ঘোষণা করেন মহানবী (সা)।

বাংলা ১৩ তম ব্যাচের শিক্ষার্থী আবু জাফর সালেহ বলেন, গত ২৭ মে ভারতের নূপুর শর্মা নামের কুলাঙ্গার রাসুল (সা:) কে নিয়ে যেভাবে মন্তব্য করেছে আমরা ঘরে বসে থাকতে পারি না।

উল্লেখ্য, ভারতের ক্ষমতাসীন দল বিজেপির সাবেক মুখপাত্র নুপুর শর্মা এক টেলিভিশন শো-তে অংশ নিয়ে হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেন। পরে দলটির নয়াদিল্লি শাখার গণমাধ্যম প্রধান নবীন জিন্দালও নুপুর শর্মার মন্তব্যের সমর্থনে টুইট করেন।