Published : Wednesday, 1 June, 2022 at 12:00 AM, Update: 01.06.2022 1:46:53 AM

নিজস্ব প্রতিবেদক : কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) ঝুঁকিপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদারের নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। পাশাপাশি ভোটাররা যাতে নির্বিঘ্নে কেন্দ্রে আসতে পারেন, সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিবিড় টহলের মাধ্যমে বিশেষ নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশও দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৩১মে) কুমিল্লার নির্বাচন কর্মকর্তাকে এমন নির্দেশনা পাঠিয়েছেন ইসির উপ-সচিব মো. আতিয়ার রহমান।
এতে বলা হয়েছে, ‘ভোটদানের জন্য ভোটাররা যাতে নির্বিঘ্নে ও স্বাচ্ছন্দ্যে ভোটকেন্দ্রে আসতে পারেন, সেই পরিবেশ সৃষ্টির লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী ভ্রাম্যমাণ ইউনিটগুলোকে নিবিড় টহলের ব্যবস্থা গ্রহণ করতে হবে।’
নির্দেশনায় আরও বলা হয়, ‘গুরুত্বপূর্ণ এলাকা ও গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং কোনো প্রকার সহিংসতা বা নীতিগর্হিত কার্যকলাপ যাতে সংঘটিত না হয়, সেজন্য সতর্ক থাকার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে হবে।’
‘এছাড়া নির্বাচনের কয়েকদিন আগে থেকে যাতে অস্ত্রের লাইসেন্সধারীরা অস্ত্রসহ চলাচল না করেন, সেজন্য সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেট প্রয়োজনীয় নির্দেশনা জারি করবেন’ বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়।
আগামী ১৫ জুন কুমিল্লা সিটিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সিটি করপোরেশন এলাকার ১০৫ কেন্দ্রের ৬৪০টি কক্ষে ভোটগ্রহণ করা হবে। সব কেন্দ্রে ভোটগ্রহণে ইভিএম ব্যবহার করা হবে। এ নির্বাচনে মেয়র পদে লড়ছেন ছয় প্রার্থী।