কাতার বিশ্বকাপেই শেষ ডি মারিয়ার আর্জেন্টিনা-অধ্যায়
Published : Wednesday, 1 June, 2022 at 12:00 AM
আরেকটি
মহারণের সামনে ফুটবল বিশ্ব। বুধবার রাতে ইউরো চ্যাম্পিয়ন ইতালির মুখোমুখি
হতে যাচ্ছে কোপা আমেরিকা জয়ী আর্জেন্টিনা। এমন দ্বৈরথের আগে আনহেল ডি
মারিয়া বললেন, আসন্ন কাতার বিশ্বকাপেই শেষ হচ্ছে তার আর্জেন্টিনা অধ্যায়!
ওয়েম্বলির ম্যাচের আগে সংবাদ মাধ্যমকে আর্জেন্টাইন মিডফিল্ডার বলেছেন, ‘বিশ্বকাপের পর আমার জাতীয় দলের ক্যারিয়ারের ইতি ঘটবে।’
নিজের
সিদ্ধান্তের যথার্থতা প্রমাণ করতে পিএসজি তারকা আরও বলেছেন, ‘আন্তর্জাতিক
পর্যায়ে দলে অনেকেই উঠে এসেছে। যারা প্রতিনিয়ত উন্নতি করে প্রমাণ করেছে যে
তারা এখন খেলার যোগ্য।’
৩৪ বছর বয়সী ডি মারিয়া আর্জেন্টিনার হয়ে ১২১টি
ম্যাচ খেলেছেন। করেছেন ২৪ গোল। ২৮ বছর পর আর্জেন্টিনার কোপা আমেরিকাও
নিশ্চিত হয়েছে তারই গোলে। ফাইনালে ব্রাজিলের বিপক্ষে জয়সূচক গোলটি করেছেন।
এই
গ্রীষ্মে ছেড়ে যাচ্ছেন পিএসজিও। পরের মৌসুমে ক্লাব ফুটবলটা কোথায় খেলবেন,
সেই সিদ্ধান্ত নেননি যদিও। তবে আন্তর্জাতিক পর্যায়ে খেলা চালিয়ে যাওয়াটাকে
স্বার্থপরের মতো মনে করছেন তিনি, ‘এত বছর খেলার পর এবং যা চেয়েছি তা
অর্জনের পরেও খেলা চালিয়ে গেলে সেটা হবে স্বার্থপরের মতো। তাই কাতার
বিশ্বকাপের পর আমি অবশ্যই সরে দাঁড়াবো।’