
সাধারণ মানুষের মতোই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন অমিতাভ বচ্চন।
অনেকেই তাকে দেখে আপ্লুত। অনেকে বিশ্বাসই করতে পারছেন না যে, বলিউডের বিগবি এভাবে একা একা হেঁটে যাচ্ছেন।
আসলে লোকটি অমিতাভ বচ্চন নন; তার মতো অবিকল চেহরা আর দৈহিক গড়নের অন্য কেউ।
তারকাদের মতো দেখতে মানুষের খোঁজ পাওয়া যায় মাঝে মধ্যেই। করো মুখের মিল থাকে, কেউ কেউ আবার নিজের প্রিয় তারকার চুলের ছাঁট, কথা বলা ও চলার ধরণ নকল করেন।
বলিউড শাহেনশাহের ম্যানারিজম আগেও অনেকে নকল করেছেন। টিভি পর্দায়ও নিয়মিত দেখা যায় তার মিমিকৃ করতে।
কিন্তু অমিতাভের হুবহু নকলে ভারতে রাতের রাস্তায় যে লোকটি হাঁটছিলেন, তাকে দেখে যে কারো চোখ ছানাবরা হতে বাধ্য।
একদিকে যেমন অমিতাভের মতো ম্যানারিজম রয়েছে তার, তেমনই তার চেহারা এবং শারীরিক গড়নও শাহেনশার মতো।
আর নকল অমিতাভের হেঁটে চলার ভিডিও ভারতের নেটমাধ্যমে ভাইরাল এখন।
ভিডিওতে দেখা গেছে, অমিতাভের ‘শাহেনশা’ ছবির ‘অন্ধেরি রাতো মে’ গানটি বাজছে, আর নীরব রাস্তা দিয়ে হেঁটে আসছেন সেই নকল অমিতাভ বচ্চন।
নেটজনতা বলছেন, সত্যি কি ইনি অমিতাভ বচ্চন নন! দুজন মানুষের মতো এতটা মিল হতে পারে? কে এই নকল অমিতাভ?