ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
দেবিদ্বার ও বরুড়ায় দুই হাসপাতাল বন্ধ
Published : Monday, 30 May, 2022 at 12:00 AM, Update: 30.05.2022 1:44:08 AM
দেবিদ্বার ও বরুড়ায় দুই হাসপাতাল বন্ধশাহীন আলম / ইলিয়াছ আহমেদ ||
স্বাস্থ্য অধিদপ্তরের নিবন্ধনহীন বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারসহ স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলো ৭২ ঘণ্টার মধ্যে বন্ধের নির্দেশের পর কুমিল্লার দেবিদ্বারে অবৈধ ক্লিনিক ও হাসপাতাল বন্ধে মাঠে নেমেছে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ। রোববার দুপুরে দেবিদ্বার সদর এলাকায় চান্দিনা রোডে অভিযান চালিয়ে আল মদিনা জেনারেল হাসপাতাল অ্যান্ড ট্রমা সেন্টার বন্ধ করে দেন উপজেলা প্রশাসন। এসময় স্বাস্থ্য অধিদপ্তরের লাইসেন্স ছাড়া প্রতিষ্ঠান পরিচালনা করায় ওই প্রতিষ্ঠানকে পাঁচ হাজার টাকা জরিমানাও করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার আশিক উন নবী তালুকদার। এসময় উপস্থিত ছিলেন দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. এনামুল হক, এএসআই মো. মশিউর রহমানসহ একটি মেডিকেল টিম।  
জানা গেছে, সদর এলাকার চান্দিনা রোডে আল মদিনা জেনারেল হাসপাতাল ও অ্যান্ড ট্রমা সেন্টারের বৈধ কাগজপত্র না থাকাসহ বিভিন্ন অভিযোগ প্রমাণিত হওয়ায় হাসপাতালের বিভিন্ন স্টাফ, নার্স ও মালিকদের বের করে তালা লাগিয়ে দেন উপজেলা প্রশাসন। এসময় হাসপাতাল কর্তৃপক্ষ তাদের দোষ স্বীকার করায় পাঁচ হাজারটাকা জরিমানা করা হয়।      
অভিযান শেষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা.এনামুল হক সাংবাদিকদের জানান, দেবিদ্বারে যেসব ক্লিনিক বা ডায়াগনস্টিকের লাইসেন্স নেই, তিন দিনের মধ্যে সেগুলো বন্ধ করা না হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অবৈধ ক্লিনিক, হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। এ ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রীরও  স্পষ্ট নির্দেশনা রয়েছে।
দেবিদ্বার উপজেলা নির্বাহী অফিসার আশিক উন নবী তালুকদার বলেন, মেডিকেল ব্লাকলিস্ট ও বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরী নিয়ন্ত্রণ অধ্যাদেশ ১৯৮২ এর ১১ ধারা মোতাবেক স্বাস্থ্য অধিদপ্তরের লাইসেন্সসহ অবৈধভাবে পরীক্ষা নিরিক্ষা করায় আল মদিনা জেনারেল হাসপাতাল অ্যান্ড ট্রমা সেন্টার বন্ধ করা হয়েছে এবং পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এমন অভিযান চলমান থাকবে।