ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
আইপিএল ফাইনালে দুই দলের সম্ভাব্য একাদশ
Published : Sunday, 29 May, 2022 at 7:16 PM
আইপিএল ফাইনালে দুই দলের সম্ভাব্য একাদশগুজরাট টাইটান্সের কী সৌভাগ্য, আইপিএলে প্রথবার অংশ নিয়েই সোজা ফাইনালে চলে এসেছে। তাদের সামনে আর মাত্র একটি ম্যাচ বাকি।

গুজরাটের মতো এই সৌভাগ্য হয়েছিল রাজস্থান রয়েলসেরও। আইপিএলের উদ্বোধনী আসরেই চেন্নাই সুপার কিংসকে হারিয়ে শিরোপা জিতে নেয় রাজস্থান।

এরপর গত ১৪ আসরে শিরোপা জয় তো দূরে থাক, ফাইনালেও যেতে পারেনি রাজস্থান। এবার ১৫তম আসরে দ্বিতীয়বারের মতো ফাইনালে খেলছে রাজস্থান। দ্বিতীয়বারের জন্য আইপিএল শিরোপা ঘরে তুলতে চায় সানজু স্যামসনের নেতৃত্বাধীন দলটি।

রোববার রাত সাড়ে ৮টায় আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আইপিএল ১৫তম আসরের ফাইনালে মুখোমুখি হবে গুজরাট টাইটান্স ও রাজস্থান রয়েলস।  

এই ম্যাচেই ঠিক হবে কে হচ্ছে চ্যাম্পিয়ন? ফাইনালের মতো টানটান উত্তেজনাকর ম্যাচে নিজেদের সেরা একাদশকে মাঠে নামাতে চাইবে গুজরাট ও রাজস্থান।

এবারের আইপিএলে পয়েন্ট টেবিলের এক নম্বরে ছিল গুজরাট টাইটানস। টুর্নামেন্টের প্রথম কোয়ালিফায়ারে রাজস্থানকে হারিয়ে সবার আগে ফাইনালে উঠে যায় হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন গুজরাট টাইটানস। আগের ম্যাচে জয় পাওয়ায় ফাইনালে গুজরাট দলে পরিবর্তনের তেমন সম্ভাবনা নেই।

অন্যদিকে রাজস্থান রয়েলস টুর্নামেন্টের দ্বিতীয় কোয়ালিফায়ারে বিরাট কোহলিদের রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে। আগের ম্যাচে জয় পাওয়ায় তারাও দলে কোনো পরিবর্তন করতে চাইবে না।

গুজরাটের সম্ভাব্য একাদশ: শুভমান গিল, ঋদ্ধিমান সাহা, ম্যাথু ওয়েড, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), ডেভিড মিলার, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, আলজারি জোসেফ, আর সাই কিশোর, মোহাম্মদ শামি ও যশ ডোয়াল।

রাজস্থানের সম্ভাব্য একাদশ: জস বাটলার, যশস্বী জয়সওয়াল, সাঞ্জু স্যামসন (অধিনায়ক), দেবদূত পাডিক্কল, শিমরন হেটমায়ার, রিয়ান পরাগ, আর অশ্বিন, ট্রেন্ট বোল্ট, প্রসিদ্ধা কৃষ্ণা, ওবেদ ম্যাককয়ে ও যুজবেন্দ্র চাহাল।