ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কোনো কেন্দ্রে পেশিশক্তির ব্যবহার হলে ভোট বন্ধ করে দেয়া হবে: প্রধান নির্বাচন কমিশনার
তানভীর দিপু
Published : Sunday, 29 May, 2022 at 1:34 PM, Update: 29.05.2022 1:51:20 PM
কোনো কেন্দ্রে পেশিশক্তির ব্যবহার হলে ভোট বন্ধ করে দেয়া হবে: প্রধান নির্বাচন কমিশনারকুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে অহিংস নির্বাচনকে সহিংস করা যাবে না। পেশিশক্তির ব্যবহার করে লাভ হবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।
আজ(২৯ মে) রবিবার কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন- কুমিল্লাকে মডেল নির্বাচন করতে চাই। সহিংসতা হলে নির্বাচন বরবাদ হবে। ভোটকেন্দ্রে পেশি শক্তি পুলিশ নিয়ন্ত্রণ করবে, আর তাও যদি নিয়ন্ত্রণে না আসে কেন্দ্র বাতিল করা হবে। আবেগ উচ্ছাস যেন সহিংসতায় রূপ না নেয়। নির্বাচন যেন আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। নির্বাচন কোন যুদ্ধ নয়, এটা একটি প্রতিযোগিতা। ডিসি-এসপিকে কঠোর হতে হবে। প্রার্থীরা ভোটারদের উদ্বুদ্ধ করুন। পেশিশক্তির ব্যবহার করে কোন লাভ হবে না। ভোট কেন্দ্রে এবং বাইরে পেশিশক্তি ব্যবহার করলে নির্বাচন কমিশনের যে ক্ষমতা রয়েছে তা প্রয়োগ করা হবে। পুলিশকে আরো বেশি সতর্ক হওয়ার নির্দেশ প্রদান করেছেন তিনি ।জেলা প্রশাসন ও পুলিশ কে আবারো সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানান।
উল্লেখ্য, এবার কুসিকের ২৭টি ওয়ার্ডের ১০৫টি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) নির্বাচন অনুষ্ঠিত হবে। এ সিটিতে মোট ভোটার দুই লাখ ২৯ হাজার ৯২০। তাদের মধ্যে নারী ভোটার এক লাখ ১৭ হাজার ৯২। পুরুষ ভোটার এক লাখ ১২ হাজার ৮২৬।