ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
শিরোপা জিতে এমবাপ্পেকে ভুলে গেছেন রিয়াল সভাপতি
Published : Sunday, 29 May, 2022 at 2:04 PM, Update: 29.05.2022 2:07:16 PM
শিরোপা জিতে এমবাপ্পেকে ভুলে গেছেন রিয়াল সভাপতিশিরোপা জিতে এমবাপ্পেকে ভুলে গেছেন রিয়াল সভাপতিকিলিয়ান এমবাপ্পেকে নিয়ে নাটক কম হয়নি। দল-বদলের সেই নাটক এমনই প্রভাব বিস্তার করেছিল যে, রিয়াল মাদ্রিদের চ্যাম্পিয়নস লিগ প্রস্তুতিও তাতে ঢাকা পড়ে গিয়েছিল! এমবাপ্পে শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদে যাওয়ার প্রস্তাবে সম্মত হননি। তবে চ্যাম্পিয়নস লিগ জিতে সেই হতাশা ভুলিয়ে দিয়েছে লস ব্লাঙ্কোস। রিয়াল মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের কথাতেই মিললো তার ইঙ্গিত।

পিএসজি তারকাকে খুব করে চাইছিল রিয়াল মাদ্রিদ। এমবাপ্পেও যাবো যাবো করে পরিস্থিতিটাকে সম্ভাব্য করে তুলেছিলেন। কিন্তু সেটার আকস্মিক বাঁক বদল করাতে এমবাপ্পেকে অবিশ্বাস্য পারিশ্রমিকের সঙ্গে দেওয়া হয়েছে অনেক ক্ষমতাও। সেই প্রলোভনেই রিয়াল মাদ্রিদকে সহজে ‘না’ করে দিয়েছেন তিনি।

ফরাসি তারকার এভাবে মত বদলানোয় অবাক হয়েছিল রিয়াল শিবিরও। কিন্তু ১৪তম বারের মতো চ্যাম্পিয়নস লিগ জেতার পর ফ্লোরেন্তিনো পেরেজের কথায় এখন অন্য সুর, ‘রিয়াল মাদ্রিদ সব সময়ই সেরা খেলোয়াড়দের দলে ভেড়াতে কাজ করবে। তবে এমবাপ্পেকে ভুলে গেছি। এখন সব ঠিক আছে। মাদ্রিদের মৌসুমটা ছিল অসাধারণ। তাই এমবাপ্পের বিষয়টা ভুলে যাওয়ার মতো।’  

ফাইনালে লিভারপুলের বিপক্ষে ভিনিসিয়ুস জুনিয়রের ৫৯ মিনিটের গোলটা জয় নির্ধারক অবশ্যই। কিন্তু গোলকিপার থিবো কুর্তোয়ারও অবদান কম নয়। বেশ কিছু দর্শনীয় সেভ করে দেয়াল হয়ে দাঁড়িয়েছিলেন। কোচ আনচেলত্তি অবশ্য রেকর্ড গড়েছেন শিরোপা জেতার পর। তার মতো চারবার চ্যাম্পিয়নস লিগ জয়ের কীর্তি নেই আর কারও। তাই কোচকে প্রশংসায় ভাসিয়েছেন রিয়াল মাদ্রিদ সভাপতি, ‘আনচেলত্তি চারটি শিরোপা জিতেছে। তার মধ্যে দুটি রিয়ালের হয়ে। আমার মনে হয় তার ভূমিকাটা একজন ভালো অর্কেস্ট্রা পরিচালকের মতো। যে মানসিকতা বোঝে, খেলোয়াড়দের বোঝে, ক্লাবটার ইতিহাসও খুব ভালো জানে।’