
নিজস্ব
প্রতিবেদক: আজ কুমিল্লায় আসছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।
সকাল ১১ টায় জেলা শিল্পকলা একাডেমিতে সিটি নির্বাচনের প্রতিদ্বন্দী
প্রার্থীদের সাথে মত বিনিময় করবেন। এসময় সকল প্রার্থীকে যথাসময়ে শিল্পকলা
একাডেমি মিলনায়তনে উপস্থিত থাকার জন্য নির্দেশ দিয়েছেন নির্বাচনের
রিটার্নিং কর্মতকর্তা শাহেদুন্নবী চৌধুরী। এছাড়া বিকাল ৪ টায় কুমিল্লা জেলা
প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলাবাহিনীর সাথে
মত বিনিময় করবেন তিনি। পরে সন্ধ্যা ৭টায় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার
কার্যালয়ে সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তাদের সাথে মতবিনিময় করবেন। রবিবার
তিনি কুমিল্লায় রাত্রিযাপন করার কথা রয়েছে।
এদিকে গতকাল বিকাল তিনটা
থেকে বিভিন্ন ওয়ার্ডে নির্বাচনি পরিবেশ পর্যবেক্ষণে রিটার্নিং কর্মকর্তার
নেতৃত্বে ৯টি পর্যবেক্ষক টীম বের হয়। তারা কোথাও আচরনবিধি লঙ্ঘন কিংবা
অনিয়ম হচ্ছে কি না তা পর্যবেক্ষণ করেন। রিটার্নিং কর্মকর্তা শাহেদুন্নবী
চৌধুরী জানান, আমরা পর্যবেক্ষণ করছি কোথাও কোন অনিয়ম বা আচরণবিধি লঙ্ঘণ
হচ্ছে কি না তা নজরে রাখছি। মাঠে নির্বাহী ম্যাজিষ্ট্রেটগণ কাজ করছেন। দুই
প্রার্থীকে গতকাল আচরণ বিধি লঙ্ঘনের দায়ে জরিমানাও করা হয়েছে।