ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
টেস্ট খেলার প্রস্তাব ফিরিয়ে দিলেন মুস্তাফিজ
Published : Sunday, 22 May, 2022 at 12:00 AM
টেস্ট খেলার প্রস্তাব ফিরিয়ে দিলেন মুস্তাফিজশ্রীলঙ্কার বিপক্ষে ঢাকা টেস্টে খেলার জন্য মুস্তাফিজুর রহমানকে ডেকেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু সেই আহ্বান প্রত্যাখ্যান করেছেন মুস্তাফিজুর রহমান! একের পর এক ইনজুরির কারণে বাংলাদেশের পেস আক্রমণ এখন সংকটে পড়ে গেছে। তাসকিনের পর ছিটকে গেছেন শরীফুল। তাই বিসিবি চেয়েছিল আসন্ন ঢাকা টেস্টে মুস্তাফিজুর রহমানকে খেলাতে।
কিন্তু টানা ক্রিকেটের মাঝে থাকায় এখন টেস্ট ক্রিকেট খেলতে চান না মুস্তাফিজ।
আজ শনিবার বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস এক সংবাদ সম্মেলনে বলেন, 'তাকে (মুস্তাফিজ) আমরা জানিয়েছি আমাদের তাকে দরকার। যেহেতু আমাদের দুজন মূল পেসার নেই, সে থাকলে আমাদের জন্য ভালো হয়। সে বলছে, যেহেতু সে অনেক দিন এই সংস্করণে নেই, তাই তার জন্য এখনই টেস্ট খেলা কঠিন। আর আপনারা কালকের মধ্যে এ ব্যাপারে একটা সিদ্ধান্ত জানতে পারবেন। '
দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে সিরিজ শেষে সরাসরি আইপিএল খেলতে ভারতে যান মুস্তাফিজুর রহমান। এর পর থেকেই তাকে জৈব সুরক্ষা বলয়ে থাকতে হচ্ছে।  আইপিএল শেষ হবে ২৯ মে।  জালাল ইউনুস আরো বলেন, 'তার (মুস্তাফিজ) যুক্তি হলো, সে ওখানে (ভারত) আছে দুই মাস ধরে। বলেছে লম্বা একটা সময় চলে যাচ্ছে। ফিজিক্যালি সে হয়তো বলতে পারে ফিট না। যাহোক, আমরা বলেছি তুমি আসো, দেখা যাক কী করা যায়। '