
গত গ্রীষ্মকালীন দলবদলের একেবারে শেষ মুহূর্তে অনেকটা বাধ্য হয়েই দীর্ঘদিনের ক্লাব বার্সেলোনা ছেড়ে প্যারিস সেইন্ট জার্মেইনে (পিএসজি) পাড়ি জমিয়েছিলেন লিওনেল মেসি। এমবাপে এবং নেইমারের পর ফুটবল দুনিয়ার আরেক মহা তারকা মেসিকে নিয়ে আসে ফরাসি জায়ান্টরা।
শুধু লিওনেল মেসিই নয়, আরও কয়েকটি পজিশনে সেরা সেরা খেলোয়াড় এনে শক্তিশালী এক স্কোয়াড গঠন করে পিএসজি। কিন্তু যার জন্য এত কিছু সেই চ্যাম্পিয়নস লিগ এবারও অধরা রয়ে গেছে।
এত ভালো দল নিয়েও রিয়াল মাদ্রিদের বিপক্ষে দ্বিতীয় রাউন্ডে লজ্জাজনকভাবে হেরে বিদায় নিতে হয় পিএসজিকে। যার ফলে সমালোচনার মুখে পড়তে হয় দলটির ফুটবলারদের।
পিএসজির জার্সিতে নিজের প্রথম মৌসুমটা ভালো কাটেনি মেসিরও। গোল করতেই তো যেন ভুলে গিয়েছিলেন। আবার বারপোস্ট ছিল তার গোলের পথে প্রধান বাধা।
তবে হাল ছাড়ছেন না মেসি। আগামী মৌসুমে পিএসজিকে নিয়ে নতুন ভাবে লড়াই শুরু করতে চান এই আর্জেন্টাইন। সেই লড়াই চ্যাম্পিয়ন্স লিগ জিতেই শেষ করতে চান এই ক্ষুদে জাদুকর।
পিএসজির সঙ্গে ২০২৩ সাল পর্যন্ত মেসির চুক্তি আছে। এরপর তার গন্তব্য কোথায় হবে সেটা অজানা। হতে পারে মেজর সকার লিগ, হতে পারে ইউরোপের কোন লিগ, আবার হতে পারে পিএসজিই। তবে যাই হোক, সেসব নির্ভর করবে আগামী মৌসুমে পিএসজির ফলাফল এবং বিশেষ করে মেসির কাতার বিশ্বকাপ কেমন যায় তার উপর!