ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন
কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের সিদ্ধান্তে সন্তুষ্ট প্রার্থী-ভোটাররা
Published : Saturday, 21 May, 2022 at 12:00 AM, Update: 21.05.2022 12:53:36 AM
কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের সিদ্ধান্তে সন্তুষ্ট প্রার্থী-ভোটাররাতানভীর দিপু:
ভোট কেন্দ্রে ও কক্ষে স্বচ্ছতা রক্ষায় দেশে প্রথমবারের মত কুমিল্লা সিটি নির্বাচনে সিসিটিভি ক্যামেরা রাখছেন নির্বাচন কমিশন। ইসির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন প্রার্থীরা। ভোটাররাও বলছেন, ইসির উপর আরো আস্থা তৈরি করতে সিদ্ধান্তটি কার্যকর হবে।  
কুমিল্লা সিটি কর্পোরেশনে ভোট গ্রহণ ১৫ জুন। ভোটগ্রহণ কার্যক্রমকে আরো বেশি নিরাপদ করতে এবার প্রতিটি কেন্দ্রে ও ভোট কক্ষে লাগানো হবে ক্লোজ সার্কিট ক্যামেরা। ক্যামেরায় কেন্দ্রগুলো ভোটের আগের দিন থেকে শুরু করে পরের দিন পর্যন্ত পর্যবেক্ষণে থাকবেন নির্বাচন কমিশন ও প্রশাসন। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন কুমিল্লার ভোটাররা। প্রার্থীরা সন্তুষ্ট এই সিদ্ধান্তে। তবে ক্যামেরা নিয়ন্ত্রণে যারা নিয়োজিত থাকবেন তাদেরকে তাদেরকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তারা।
কুসিক নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রাথী আরফানুল হক রিফাত বলেন, নির্বাচনে সিসি ক্যামেরা স্থাপনকে আমি সাবুবাদ জানাই। পাশাপাশি ভোটারদের গোপনীয়ও দেখতে হবে। সিসি ক্যামেরার কারনে যদি ভোটারদের গোপনীয়তা রক্ষা না হয় তাহলে আগামীতে তা প্রশ্নবিদ্ধ হবে।
স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কু বলেন, নির্বাচনী কেন্দ্রে সিসি ক্যামেরা বাংলাদেশের ইতিহাসে এটাই মনে হয় প্রথম। শুনেছি নির্বাচনের আগের দিন এটা বসানো হবে পরের দিন খুলে আনবে। এটা একটা ভাল উদ্যোগ। কথা কাজে মিল থাকলে এর চেয়ে ভাল সুযোগ সুবিদা হতে পারেনা।
স্বতন্ত্র প্রাথী মাসুদ পারভেজ খান ইমরান বলেন, নির্বাচন কমিশনের এুিট একটি ভাল উদ্যোগ। প্রতিটি ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা থাকবে এতে সুষ্ঠ সুন্দর ভোট হবে। শুনেছি নির্বাচনের দায়িত্বে রির্টানিং কর্মকর্তাসহ অন্যান্যরা খুবই আন্তরিক মার্জিত ও মেধাবী। আশা করি তাদের তত্ত্বাবধানে শতভাগ সুষ্ঠ নির্বাচন হবে।
স্বতন্ত্র প্রাথী নিজাম উদ্দিন কায়সার বলেন, নির্বাচন কমিশন প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করছেন এটা অবশ্যই ভাল উদ্যোগ। এই সিসি ক্যামেরাগুলো অনলাইন করে আমরা যারা প্রার্থী তাদের যদি পাসওয়ার্ড দিয়ে আমাদের দেখার ব্যবস্থা করে দেয়। আমরা আমাদের নির্বাচনী কার্যালয় থেকে বসে প্রতিটি কেন্দ্র পযবেক্ষন করতে পারি তাহলে বুঝব যে কোন অসৎ উদ্যোশ্য নয় নির্বাচন সুষ্ঠ করার জন্য এটা ব্যবস্থা করা হয়েছে।
কুমিল্লা বিশিষ্ট লেখক ও গবেষক আহসানুল কবীর বলেন, একজন ভোটার হিবেবে শংকা নয় একটা আশার জায়গা থেকে দেখতে চাই। মানুষের ভোটাধিকার রক্ষায় এটি ব্যবহার হবে বলে আমি বিশ^াস করি।
কুসিক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা শাহেদুন্নবী চৌধুরী বলেন, কুমিল্লা সিটি নির্বাচনের ভোট গ্রহণের জন্য ১০৫ টি কেন্দ্র ও ৬৪০ টি ভোট কক্ষ রয়েছে। পুলিশ কেন্দ্রগুলো ঝুঁকিপূর্ণ বা কম ঝুঁকিপূর্ণ আমলে নিয়ে তালিকা করেছে। নির্ধারণ কেন্দ্রগুলো গ্যাজেটের মাধ্যমে প্রকাশ করা হবে।