ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
Published : Saturday, 21 May, 2022 at 12:00 AM, Update: 21.05.2022 12:52:43 AM
কুমিল্লায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতারনিজস্ব প্রতিবেদক: কুমিল্লায় ৫ কেজি গাঁজাসহ মীর হোসেন (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। ২০ মে শুক্রবার সকালে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার উত্তর রামপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মীর হোসেন সদর দক্ষিণ উপজেলার লালগাম গ্রামের মৃত আবুল কাশেমের পুত্র।
সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে জানিয়েছে র‌্যাব।
এ বিষয়ে সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন র‌্যাব-১১, ক্রাইম প্রিভেনশন কোম্পানী-২ এর কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন।