Published : Saturday, 21 May, 2022 at 12:00 AM, Update: 21.05.2022 12:52:00 AM

নিজস্ব প্রতিবেদক।। মানবসেবা ফাউন্ডেশন লালমাই নামক একটি মানবসেবা মূলক প্রতিষ্ঠানের ঈদ প্রীতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(১৯ শে মে) আগমন ফুট পার্কের হলরুমে মানবসেবা ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। মানবসেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোঃ মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আবুল কালাম (ভূচ্ছি),অহিদুর রহমান(শানিচোঁ),আবুল কাসেম (কাঁকসার),বাহার মজুমদার(কাঁকসার),আরিফুর রহমান(শানিচৌ),মাকসুদুর রহমান(ভূচ্চি),আরিফুল ইসলাম (জয়নগর),ফরহাদ হোসেন জুয়েল(পেরুল উত্তর),আবু জাফর(শিকারী পাড়া)।সভাপতির বক্তব্যে মাহফুজুর রহমান বলেন,দুস্থ, অসহায়, সুবিধাবঞ্চিত,হতদরিদ্র মানুষের পাশে দাঁড়াতে আমি এই অরাজনৈতিক সংগঠনটি প্রতিষ্ঠা করেছি।৯টি ইউনিয়নে আমাদের কমিটি থাকবে।ইনশাআল্লাহ শীগ্রই আমরা মানসেবা ফাইন্ডেশনের কমিটি গঠন করবো।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হাফেজ মোঃ ইকবাল হোসেন নোমান।এ সময় আরো উপস্থিত ছিলেন ইমাম হোসেন, জামাল,স্বপন,কাওসার,রাসেল,মহিন মাষ্টার,জাকির,খোরশেদ,কাসেম,বিল্লাল হোসেন,সাগর,জাকির,আরমান,রকিব,সাকিব,কবির হোসেন,ফয়সাল,রিয়াজ আলম,মেহেদী হাসান ফাহাদ সহ আরো অনেকে।