দ্বিতীয় টেস্টে অনিশ্চিত নাঈম
Published : Saturday, 21 May, 2022 at 12:00 AM
চোটের
মিছিল বড় হচ্ছে বাংলাদেশ দলের। শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্ট থেকে
ছিটকে গেছেন পেসার শরিফুল ইসলাম। এবার নাঈম হাসানের দ্বিতীয় টেস্টে খেলা
নিয়েও সংশয় দেখা দিয়েছে। ক্রিকবাজের খবরে বলা হচ্ছে, ডান হাতের মধ্যমা ফেটে
গেছে এই অফস্পিনারের।
প্রথম টেস্টে নিজের বোলিংয়ের সময় ফিল্ডিং করতে
গিয়েই নাঈম আঘাত পেয়েছিলেন। তার সর্বশেষ অবস্থা নিয়ে নির্বাচক হাবিবুল
বাশার যেমনটা বলেছেন। তাতে নাঈমকে নিয়ে আশান্বিত হওয়ার মতো কোনও খবর নেই,
‘আমার মনে হয় শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্ট থেকে নাঈম ছিটকে গেছে।’
তবে
পরিষ্কার তথ্যের জন্য তিনি আরও বিস্তারিত জানার অপেক্ষায়, ‘আমরা তার
ইনজুরি নিয়ে আরও বিস্তারিত তথ্য পাবো। তবে আমাদের বলা হয়েছে তার আঙুলে
ফ্র্যাকচার ধরা পড়েছে।’
ওই হিসেবে বাংলাদেশের চোটের মিছিল বড়ই বলা চলে।
চোটের কারণে তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ নেই। এই মিরাজের বদলেই দলে
সুযোগ পেয়েছিলেন নাঈম। আর শরিফুল তো গতকালকেই ছিটকে গেছেন।
মিরাজের বদলে
সুযোগ পাওয়া নাঈম অসাধারণ বোলিং করেছেন চট্টগ্রাম টেস্টে। শ্রীলঙ্কার
বিপক্ষে প্রথম ইনিংসে নেন ক্যারিয়ার সেরা ৬ উইকেট। কিন্তু আনন্দটা স্থায়ী
হলো না। ১৫ মাস পর চোট কাটিয়ে ফেরা এই অফস্পিনার নতুন করে ছিটকে যাওয়ার
আশঙ্কায়! ২৩ মে বাংলাদেশ-শ্রীলঙ্কার দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে মিরপুরে।