ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
পানির সাথে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে অটোরিক্সা ছিনতাই
Published : Thursday, 19 May, 2022 at 12:00 AM, Update: 19.05.2022 1:04:51 AM
পানির সাথে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে অটোরিক্সা ছিনতাই হোমনা প্রতিনিধি : কুমিল্লার হোমনায় আটোরিস্কায় যাত্রী বেশে উঠে  মাহিন (১৮) নামের এক অটোচালককে পানির সাথে  নেশাজাতীয় দ্রব্য খাইয়ে ব্যাটারিচালিত  অটোরিক্সা নিয়ে গেছে কয়েক জন দুর্বৃত্ত । গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলা সদর স্বাস্থ্য কমপ্লেক্স  রোডে এ ঘটনা ঘটে। সে উপজেলার  দুই নং ঘাগুটিয়া ইউনিয়নের নোয়াগাঁও  গ্রামের রফিজ মিয়ার ছেলে।
মাহিন মিয়া  জানান, হোমনা সাব-রেজিস্ট্রি অফিস রোড থেকে হরিপুর যাওয়ার উদ্দেশ্যে কয়েকজন তরুন  অটোরিকশায় উঠেন। পরে তার সঙ্গে ভাব জমিয়ে কোমল পানিয় খেতে দেয়। পানিয় খাওয়ার পর সে  বেহুঁশ হয়ে পড়লে তাকে  রাস্তায় নামিয়ে দেয়।
মাহিন  হেলে দুলে শিল্পকলা মোড়ের সিএনজি স্ট্যান্ডে গেলে অন্য চালকরা তাকে অস্বাভাবিক দেখে বাড়িতে পৌঁছে দেয়। পরে স্বজনরা তাকে  হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
এ বিষয়ে কর্তব্যরত  চিকিৎসক ডাঃ বায়েজিদ বলেন, তাকে নেশাজাতীয় দ্রব্য খাওয়ানো হয়েছে।  এখন তাকে  হাসপাতালে ভর্তি দেওয়া হয়েছে।   
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, এ ধরনের কোনো অভিযোগ পাইনি। তবে খোঁজ নিয়ে দেখবো চক্রটিকে ধরা যায় কিনা ।