ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ব্রাহ্মণপাড়ায় ১৪ কেজি উদ্ধার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রফতার ৪জন
Published : Thursday, 19 May, 2022 at 12:00 AM, Update: 19.05.2022 1:04:38 AM
ব্রাহ্মণপাড়ায় ১৪ কেজি উদ্ধার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রফতার ৪জনইসমাইল নয়ন।। কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানাপুলিশ গত ১৮ মে  উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১৪ কেজি গাজাঁ উদ্ধার করে। এছাড়া এজাহার নামীয় আসামি ৪ জনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে।
থানা সূত্রে জানা গেছে, এসআই সফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ১৮ মে রাতে শশীদল ইউপিস্থ কৃষ্ণপুর গ্রামে ( বাগড়া টু বুড়িচং) রাস্তার উপর অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানার দক্ষিন তেতাভূমি গ্রামের সুলতান মিয়ার ছেলে মোঃ জসিম (৩৬) পালিয়ে যায়।
পুলিশ ঘটনাস্থল হইতে ১৪ কেজি গাজাঁ উদ্ধার করে। তার বিরুদ্ধে ব্রাহ্মণপাড়া থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
 অপরদিকে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে পরোয়ানাভুক্ত আসামি চান্দলা গ্রামের মৃত জাহেদ  আলীর ছেলে মোহাম্মদ জীবন (১৯),
বাবুল মিয়ার ছেলে মোহাম্মদ আব্দুল্লাহ প্রকাশ সবুজ(২০), ব্রাহ্মণপাড়া থানা দক্ষিন তেতাভূমি গ্রামের খলিল মিয়ার ছেলে মোঃ জীবন মিয়া (৩২), ব্রাহ্মণপাড়া থানার উত্তর শশীদল গ্রামের মোহাম্মদ রংগু মিয়ার ছেলে মোহাম্মদ রুহুল আমিন (২৬) কে গ্রেপ্তার করে।
এব্যাপারে ব্রাহ্মণপাড়া থানা অফিসার ইনচার্জ অপ্পেলা রাজু নাহা সত্যতা স্বীকার করে বলেন, " আসামীগণকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।