ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বুড়িচংয়ে উপদ্রব বেড়েছে চোর ডাকাতের!
Published : Thursday, 19 May, 2022 at 12:00 AM, Update: 19.05.2022 1:04:33 AM
 
বুড়িচংয়ে উপদ্রব বেড়েছে চোর ডাকাতের! সৌরভ মাহমুদ হারুন, বুড়িচং  ||
কুমিল্লা বুড়িচং উপজেলার ময়নামতি ইউপি'র বিনন্দিয়ারচর গ্রামে এক ব্যবসায়ীর বাড়িতে দুর্র্ধষ চুরির ঘটনা ঘটেছে। টিনের চাল কেটে ঘরের ভিতর প্রবেশ করে মূল্যবান কাগজপত্র ও জমির দলিল, স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র খোয়া গেছে। দুর্বৃত্তরা চুরির সময় বাড়ির ভেতরে ভাংচুরও চালায় বলে জানা গেছে।
উপজেলার ময়নামতি ইউনিয়নের বিনন্দিয়ারচর গ্রামের মৃধা বাড়ির আবাদ মিয়া বড়িতে তালা দিয়ে গত  ১৫ মে শনিবার ব্যক্তিগত কাজে দিনাজপুর যায়। বুধবার (১৮ মে) সকালে বাড়িতে প্রবেশ করে দেখেন বাড়ির সব জিনিস এলোমেলো ও ভাংচুর করা।
ভুক্তভোগী আবাদ মিয়া জানান, সকালে বাড়িতে প্রবেশ করে দেখি চোরেরা বাড়িতে ভাংচুর চালিয়েছে। অন্তত ২০ টি জমির দলিল, ৪ ভরি স্বর্ণালংকার সহ বিভিন্ন মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে। ধারনা করা হচ্ছে ফাঁকা বাড়িটিতে শনি থেকে বুধ বারের যে কোন সময় এ ঘটনা ঘটেছে।
 সাাম্প্রতিক সময়ে বুড়িচং উপজেলার ময়নামতি ও মোকাম ও ভারেল্লা ইউনিয়নের বিভিন্ন গ্রামে একাধিক চুরি-ডাকাতির ঘটনা ঘটেছে । চলতি মাসের ৬ তারিখ ময়নামতি ইউনিয়নের ঘোষনগর ( উত্তর) গ্রামের সাবেক উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জাহাংঙ্গীর মৈশানের বাড়িতে দুর্র্ধষ ডাকাতি হয়, বাড়ির মালিককে হাত ও চোখ বেধে স্বর্ণালংকার, নগদ টাকা নিয়ে যায় ডাকাতরা। এর দুদিন পরেই মোকাম ইউনিয়ন এলাকায়   
সঙ্ঘবদ্ধ ডাকাত দল বাড়িতে ডাকাতি করতে ব্যর্থ হয়ে একজনকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। এর কিছু দিন আগে মোকাম ও ভারেল্লায় বেশকিছু ডাকাতির ঘটনা ঘটে। সেসব ঘটনায়ও আহত হয় কয়েকজন। এদিকে এলাকায় চুরি-ডাকাতির ঘটনা বৃদ্ধি পাওয়ায় জনমনে উদ্বেগ ও আতঙ্কে বিরাজ করছে। রাতে পুলিশ টহল জোরদার করা সহ অপরাধীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা সহ চুরি ডাকাতি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে জেলা পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করছেন এলাকাবাসী।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদ আলম জানান, চুরি-ডাকাতি নিয়ন্ত্রনে পুলিশের একাধিক দল কাজ করছে। ব্যবসায়ীর বাড়িতে চুরির ঘটনায় ফাঁড়ী পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।