Published : Thursday, 19 May, 2022 at 12:00 AM, Update: 19.05.2022 1:04:18 AM

চৌদ্দগ্রাম প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে ২৪ কেজি গাঁজাসহ রুবেল(২০) নামে এক যুবককে আটক করেছে বিজিবি। রুবেল বাতিসা ইউনিয়নের দূর্গাপুর গ্রামের নুরুল আমিনের পুত্র। বুধবার তথ্যটি নিশ্চিত করেছেন বিজিবি নায়েব সুবেদার আবদুল গণি।
জানা গেছে, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত এলাকার দুর্গাপুর গ্রামে অভিযান চালিয়ে বস্তাভর্তি ২৪ কেজি গাঁজাসহ রুবেলকে আটক করা হয়। তার বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় মাদক আইনে মামলা শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।