চৌদ্দগ্রামে আগুনে দুই দোকান ছাই, ক্ষতি ৫ লক্ষাধিক টাকা
Published : Thursday, 19 May, 2022 at 12:00 AM, Update: 19.05.2022 1:04:13 AM

চৌদ্দগ্রাম প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নের নোয়াপুর গ্রামের বটতলায় আগুনে দুইটি দোকান ভস্মীভুত হয়েছে। এতে ক্ষতির পরিমাণ ৫ লক্ষাধিক টাকা বলে জানিয়েছে ভুক্তভোগীরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার ভোরে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়ে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতির সাবেক পরিচালক নুরুল আমিন ভুঁইয়ার মালিকানাধীন মার্কেটে আগুন লাগে। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখায় মার্কেটের লোকমান ফার্ণিচার ও ইকবালের হোটেল ভস্মীভুত হয়েছে। এতে দুইটি দোকানে থাকা মূল্যবান মালামাল পুড়ে যাওয়াসহ ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।