ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ব্রাহ্মণপাড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহের উদ্বোধন
Published : Thursday, 19 May, 2022 at 12:00 AM
ইসমাইল নয়ন।।
"শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ" এই স্লোগানকে সামনে রেখে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় জাতীয় শিক্ষা সপ্তাহের শুভ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা পর্য্যায়ে বিভিন্ন প্রতিযোগীতার আয়োজন করা হয়েছে। বুধবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে ভগবান সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষা সপ্তাহের শুভ উদ্বোধন করা হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফারুক আহাম্মদের সভাপতিত্বে ও সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কবির আহাম্মদের সঞ্চালনায় অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন সরকারি বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ খলিল উদ্দিন আখন্দ, অধ্যক্ষ পিজিউল আলম, অধ্যক্ষ হুমায়ন কবির, ভগবান সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হানিফ, প্রধান শিক্ষক রফিকুল ইসলামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ। এ প্রতিযোগিতায় উপজেলার ৬২টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। এতে রয়েছে ১০ টি কলেজ, ৩১টি মাধ্যমিক স্কুল ও ২১ টি মাদ্রাসা।