ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কল্যাণপুর  ইউনিয়ন পরিষদের গোডাউন সিলগালা
Published : Thursday, 19 May, 2022 at 12:00 AM
মানিক দাস ||
চাঁদপুর সদর উপজেলার কল্যাণপুর  ইউনিয়ন পরিষদের গোডাউন সিলগালা করেছে উপজেলা প্রশাসন।
উপজেলা প্রশাসনের  কর্মকর্তারা গোপন খবর পান পরিষদের গোডাউনে চাউলের পরিমাণ কম রয়েছে। সেই লক্ষ্যে তারা ৩  নং কল্যাণপুর  ইউনিয়ন পরিষদের চাউল  সংরক্ষণের গোডাউনে উপস্থিত হন এবং  তারা গোডাউনে এসে চাউল বিতরণের প্রস্তুতি নিলে গোডাউনে চাউল কমের সত্যতা পান। এ ইউনিয়নের ট্যাগ অফিসার চাঁদপুর সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান গোডাউনে চাউল কম থাকার বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজকে অবগত করলে তার নির্দেশে কল্যাণপুর ইউনিয়ন পরিষদের গোডাউন সিলগালা করে চাল বিতরণ বন্ধ করে দেন।
ইউনিয়ন পরিষদ সচিব মিজানুর রহমান জানান, গত মঙ্গলবার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাখাওয়াত হোসেন রানি পাটোয়ারীর নামে ডিউকৃত ৫৩.৬৮০ মেঃ টন সরকারি চাল উত্তোলন করা হয়। এর মধ্যে পরিষদের গোডাউনে দেড় টন (৩০ বস্তা) চাল কম পাওয়া যায়।  গতকাল ১৮ মে  বুধবার সকালে এ চাল বিতরণ করার কথা ছিল।
ইউনিয়ন পরিষদ ট্যাগ অফিসার সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান চাল বিতরণ করতে এসে বিতরণকৃত টোকেনের সাথে বরাদ্ধকৃত চাউলের বস্তার কম পাওয়ায় যায়। তিনি আরো বলেন, এ ইউনিয়নে নিবন্ধিত জেলের সংখ্যা ৭৩৮ জন। বঙ্গবন্ধু টুনামেন্ট চলমান থাকায় চাউল বিতরনে বিলম্ব হয়েছে। তাছাড়া চাউল উত্তোলন করেছে চেয়ারম্যান নিজেই। চাউল কম হয়েছে কেন তা চেয়ারম্যান নিজেই জানে।