ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ভিসতা ইলেকট্রনিক্সে পরিচালক পদে যোগ দিলেন ইলিয়াস কাঞ্চন
Published : Monday, 16 May, 2022 at 12:49 PM
ভিসতা ইলেকট্রনিক্সে পরিচালক পদে যোগ দিলেন ইলিয়াস কাঞ্চন নন্দিত জনপ্রিয় অভিনেতা ইলিয়াস কাঞ্চন। এখন আর অভিনয়ে নিয়মিত নন। নিরাপদ সড়ক চাই আন্দোলন নিয়ে সক্রিয় আছেন।

সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির।

এবার তিনি উদ্যোক্তা হতে যাচ্ছেন। উদ্যোক্তা পরিচালক (ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর) হিসেবে ভিসতা ইলেকট্রনিক্স লিমিটেডে যোগ দিচ্ছেন এ অভিনেতা।

বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন ভিসতা ইলেক্ট্রনিক্সের পরিচালক উদয় হাকিম।

জানা গেছে, ইলিয়াস কাঞ্চনকে ভিসতা বরণ করে নিতে এক গ্রান্ড রিসিপশনের আয়োজন করা হয়েছ। আগামীকাল রাজধানীর এক অভিজাত হোটেলে এটি অনুষ্ঠিত হবে।