ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ব্রাহ্মণপাড়ায় বিদেশি মদসহ গ্রেফতার ১
Published : Monday, 16 May, 2022 at 12:00 AM, Update: 16.05.2022 1:01:01 AM
ব্রাহ্মণপাড়ায় বিদেশি মদসহ গ্রেফতার ১ইসমাইল নয়ন।। কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানাপুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে গত ১৪ মে বিদেশী মদ সহ ১ জনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে।
থানা সূত্রে জানা গেছে, এসআই শফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ গত ১৪ মে বিকেলে মাধবপুর ইউনিয়নের ষাইটশালা শাহাদাত ফিশারি মেম্বার ট্রেডার্স এন্ড পরিবহন এর সামনে (মীরপুর টু ব্রাহ্মণপাড়া রাস্তার উপর) হইতে মোঃ জামাল মিয়া (২৮) কে গ্রেফতার করে। মোঃজামাল মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার হাকর পশ্চিমপাড়া গ্রামের মোঃ ইউনুস মিয়ার ছেলে। পুলিশ তার দখল হইতে ১৫ বোতল বিদেশী মদ (গঅঝঞঊজ ইখঊঘউঊজ’ঝ ঝওএঘঅঞটজঊ ডঐওঝকণ) উদ্ধার করে।তার বিরুদ্ধে ব্রাহ্মণপাড়া থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
এব্যাপারে ব্রাহ্মণপাড়া থানা অফিসার ইনচার্জ অপ্পেলা রাজু নাহা সত্যতা স্বীকার করে বলেন, " আসামীকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।"