ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
গাঁজা ও ইয়াবাসহ আটক চার মাদক ব্যবসায়ী কারাগারে
Published : Friday, 13 May, 2022 at 12:00 AM, Update: 13.05.2022 12:51:08 AM
গাঁজা ও ইয়াবাসহ আটক চার মাদক ব্যবসায়ী কারাগারেমো. হাবিবুর রহমান, মুরাদনগর ||
কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানা পুলিশ পৃথক দু’টি অভিযান চালিয়ে গাঁজা ও ইয়াবাসহ আটক চার মাদক ব্যবসায়ীকে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। বুধবার মধ্যরাতে দৌলতপুর নজরুল গেইট এলাকা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত মোটরসাইকেল ও ব্যাটারী চালিত অটোরিকশা জব্দ করেছে। উক্ত বিষয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দু’টি মামলা রুজু করা হয়েছে।
পুলিশ জানায়, উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন দৌলতপুর নজরুল  গেইট এলাকা দিয়ে সীমান্ত পেরিয়ে আসা মাদক দ্রব্য পাঁচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় বাঙ্গরা বাজার থানার পুলিশ  অভিযান চালিয়ে ১৫০ পিছ ইয়াবা ও একটি নম্বর বিহীন মোটরসাইকেলসহ দু’জন মাদক ব্যবসায়ীকে আটক করে। আটককৃতরা হলো- আন্দিকুট ইউনিয়নের ডালপা গ্রামের আবুল কাশেমের ছেলে ইমান হোসেন (২৫), একই গ্রামের মিজানুর রহমানের ছেলে শাহেদ মিয়া (২৩)।
ওই রাতে একই এলাকায় পুনরায় অভিযান চালিয়ে পাঁচ কেজি গাঁজা ও মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি ব্যাটারী চালিত অটোরিক্সাসহ দু’জন মাদক ব্যবসায়ীকে আটক করে। আটককৃতরা হলো- আন্দিকুট ইউনিয়নের ডালপা গ্রামের সরু মিয়ার ছেলে জাবেদ মিয়া (২৫) ও ব্রাহ্মনপাড়া উপজেলার মাধবপুর গ্রামের বাছির মিয়ার ছেলে আবুল কালাম (২৮)।
বাঙ্গরা বাজার থানার ওসি কামরুজ্জামান তালুকদার ঘটনার সত্যতা স্বীকার করে দৈনিক কুমিল্লার কাগজকে বলেন, আটক মাদক ব্যবসায়ী ইমান হোসেনের নামে ঢাকার বংশাল থানায়ও একটি মাদক মামলা রয়েছে।