ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
মুরাদনগরে দু’দিনব্যাপী নানা অনুষ্ঠানমালা  কবি নজরুলের জন্মবার্ষিকী উদ্যাপনে প্রস্তুুতি সভা
Published : Friday, 13 May, 2022 at 12:00 AM
মো. হাবিবুর রহমান, মুরাদনগর ||
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা বৃহস্পতিবার দুপুরে কুমিল্লার মুরাদনগর উপজেলা পরিষদের কবি নজরুল মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশের সভাপতিত্বে ওই প্রস্তুুতিমূলক সভায় সর্বসম্মতিক্রমে দু’দিনব্যাপী নানা অনুষ্ঠানমালার সিদ্ধান্ত নেওয়া হয়।
অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে, ২৫ মে বুধবার সকাল ১০টায় কবিতীর্থ দৌলতপুরে স্থাপিত কবি নজরুলের মুর‌্যালে পুস্পস্তবক অর্পণ, সাড়ে ১০টায় উপজেলা পরিষদের কবি নজরুল মিলনায়তনে নজরুল সঙ্গীত প্রতিযোগিতা, সকাল ১১টায় মুরাদনগর সেন্ট্রাল স্কুলে ‘নজরুল চেতনায় স্বাধীনতা’ শীর্ষক রচনা প্রতিযোগিতা। ২৭ মে শুক্রবার সাড়ে ৩টায় কবিতীর্থ দৌলতপুরের নজরুল মঞ্চে আলোচনা সভা, বিকাল ৫টায় উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পিবৃন্দের অংশ গ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে অনুষ্ঠিত নজরুল সঙ্গীত ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ।
আলোচনা সভায় প্রধান অতিথি থাকবেন, এফবিসিসিআই’র সাবেক সভাপতি আলহাজ¦ ইউসুফ আব্দুল্লাহ হারুন এমপি। প্রধান আলোচক থাকবেন, ঢাকার কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) মোহাম্মদ জাকীর হোসেন। সভাপতিত্ব করবেন, কুমিল্লার জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। স্বাগত বক্তব্য রাখবেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশ।
সভায় অংশ নেয়, ইউপি চেয়ারম্যান শেখ জাকির হোসেন, কামাল উদ্দিন খন্দকার, গোলাম কিবরিয়া খোকন, উপজেলা কৃষি কর্মকর্তা মাইন উদ্দিন আহম্মেদ সোহাগ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোহাম্মদ আলী, উপজেলা শিক্ষা কর্মকর্তা ফওজিয়া আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সফিউল আলম তালুকদার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মমিনুল হক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাকসুদা আক্তার, উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা দিদারুল আলম, কেন্দ্রিয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গাজীউল হক চৌধুরী, উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন আহম্মদ,
নার্গিসের ভাইপো ও নার্গিস-নজরুল বিদ্যা নিকেতনের সভাপতি বাবলু আলী খান, বাঙ্গরা উমালোচন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান সেলিম, নার্গিস-নজরুল বিদ্যা নিকেতনের প্রধান শিক্ষক জহিরুল ইসলাম, দৌলতপুর রহমানিয়া দারুস সুন্নাহ আলিম মাদরাসার উপাধ্যক্ষ নাছির উদ্দিন খান, ইউপি সচিব নাইম সরকার, রফিকুল ইসলাম, ইউপি সদস্য জাকির হোসেন, আলাউদ্দিন, আবুল খালেক, শেখ আমির হোসেন, হাসিনা বেগম, উদ্যাপন কমিটির সদস্য আব্দুর রহমান খান টিটন, মুছা ইসলাম, নাঈম আলী খান, জমসেদ মমিন, ইউনুস মমিন, ফোরকান উদ্দিন ও কামরুল হাসান আজাদ প্রমুখ।