ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুসিক নির্বাচন: মেয়র পদে চারজনসহ ১৬৮ জনের মনোনয়নপত্র সংগ্রহ
Published : Thursday, 12 May, 2022 at 12:00 AM
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে ৪ জনসহ তিন পদে ১৬৮ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। গত ৯ মে থেকে শুরু হওয়া মনোনয়ন ফরম বিতরণ চলবে আগামী ১৭ মে পর্যন্ত। মনোনয়ন ফরম বিতরণ শুরুর পর থেকেই উৎসবের আমেজে ফরম সংগ্রহ করছেন মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত ওয়ার্ডের (নারী) কাউন্সিলর প্রার্থীরা।
কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে বুধবার (১১ মে) প্রাপ্ত তথ্য অনুযায়ী গত ৩ দিনে মোট ১৬৮ জন সম্ভাব্য প্রার্থী তাদের মনোয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে মেয়র পদে ৪ জন, সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ১৩৪ জনং এবং সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর পদে ৩০ জন মনোয়নপত্র সংগ্রহ করেন।
মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বর্তমান মেয়র ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো: মনিরুল হক (সাক্কু), কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোহাম্মদ নিজাম উদ্দিন (কায়সার), ইসলামী শাসনতন্ত আন্দোলনের প্রার্থী মোঃ রাশেদুল ইসলাম এবং কুমিল্লা নাগরিক ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি নাজমুল আহসান বাবুল।
কুমিল্লা সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোঃ শাহেদুন্নবী চৌধুরী জানান, প্রার্থী ও তাদের সমর্থকরা শান্তিপূর্ণ পরিবেশে এসে মনোনয়নপত্র সংগ্রহ করে নিয়ে যাচ্ছেন। কুসিক নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সকলের প্রতি আহবান জানান তিনি।