ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে বিজিবির ওপর হামলা
Published : Thursday, 12 May, 2022 at 12:00 AM, Update: 11.05.2022 11:47:19 PM
কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে বিজিবির ওপর হামলাকুমিল্লা প্রতিনিধি: কুমিল্লায় মাদকবিরোধী অভিযানের সময় বিজিবি সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাতে নগরীর শাসনগাছা এলাকায় এই হামলার ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা কোতোয়ালী মডেল থানার তদন্ত কর্মকর্তা কমল কৃষ্ণ ধর জানান, এ ঘটনায় রাতেই বিজিবি আটজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ১০ থেকে ১৫ জনের বিরুদ্ধে মামলা করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ৯টার দিকে বিজিবির সদস্যরা শাসনগাছা এলাকায় মাদকবিরোধী অভিযানে গেলে মাদককারবারিরা রেল লাইন থেকে বিজিবি গাড়ি লক্ষ্য করে পাথর নিক্ষেপ করে। এ সময় গাড়ি নিয়ে বিজিবি সদস্যরা রেল লাইনের পাশের মাক্স কোম্পানি অফিসে গিয়ে আশ্রয় নিলে ভেতরে প্রবেশ করেও গাড়ি ভাঙচুর করে। ক্যাম্পের ভেতরেও পাথর নিক্ষেপ করে। এতে বিজিবির একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং দুই বিজিবি সদস্য আঘাতপ্রাপ্ত হন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে কুমিল্লার কোতোয়ালি মডেল থানা পুলিশ।
মাক্স কোম্পানির নিরাপত্তা কর্মকর্তা আব্দুল মালেক ভূঁইয়া সাংবাদিকদের জানান, ‘আমাদের ক্যাম্পের ভেতরে বিজিবির গাড়ি প্রবেশ করলে বাইর থেকে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করা হয়েছে। লোকজন ভেতরে প্রবেশ করে বিজিবির গাড়ি ভাঙচুরও করেছে, এতটুকু আমরা দেখেছি। পরে ঘটনাস্থলে বিজিবি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কোতোয়ালি মডেল থানার ওসি এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।’