Published : Thursday, 12 May, 2022 at 12:00 AM, Update: 11.05.2022 11:46:59 PM

নিজস্ব
প্রতিবেদক: কুমিল্লায় কুমিল্লা অতিরিক্ত দামে সয়াবিন তেল বিক্রিরোধে
অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। দুপুরে কুমিল্লার
পদুয়ারবাজার এলাকায় খুচরা ও পাইকারী দোকানে এই অভিযান পরিচালনা করেন ভোক্তা
অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আছাদুল ইসলাম। এসময় পূর্বের
গায়ের দামের চেয়ে বেশি দামে তেল বিক্রির অভিযোগে ৫টি প্রতিষ্ঠানকে ৩১
হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও অভিযানকালে বিভিন্ন দোকান থেকে পাওয়া
মজুদকৃত সয়াবিন তেল তাৎক্ষণিকভাবে গায়ের দামে বিক্রি করে দেওয়া হয়।
বিভিন্ন গোডাউনে অভিযান চালিয়ে পুরোনো দামের সকল সয়াবিন বের করে ওই দামে
বিক্রি করার নির্দেশনা দেয় ভোক্তা অধিকার।
ভোক্তা অধিকার সংরক্ষণ
অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আছাদুল ইসলাম জানান, পূর্বের গায়ের দাম
৫লিটারের ক্যান ৮ শ’ টাকা লেখা থাকলেও তারা ৯৮৫ টাকায় বিক্রি করছিলো। ১
লিটারের বোতল ১৬০ টাকা পূর্বের গায়ের দাম হলেও ২ শ টাকা করে বিক্রি করছিলো।
যে কারণে পূর্বের দামে কেনা মজুদ তেল তাৎক্ষণিকভাবে ক্রেতাদের কাছে বিক্রি
করা হয়। অনিয়মের কারণে ৫টি দোকানকে ৩১ হাজার টাকা জরিমানা করা হয়।