কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল টাকা না দেয়ায় ছাত্রলীগ নেতার মাথা ফাটালো দালালচক্র
Published : Thursday, 12 May, 2022 at 12:00 AM
নিজস্ব প্রতিবেদক: টাকা না দেয়ায় হকেস্টিক দিয়ে পিটিয়ে এক ছাত্রলীগ নেতার মাথা ফাটানোর অভিযোগ উঠেছে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের ভিতরে থাকা দালালদের বিরুদ্ধে। বুধবার (১১ মে) সকালে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কুমিল্লার কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করা করেছে।
হামলার শিকার ওই ছাত্রলীগ নেতার নাম হানিফুল ইসলাম রনি। তিনি কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগ সহ-সভাপতি।
তিনি বলেন, আমার ছোট ভাই আমার এক আত্মীয়কে নিয়ে হাসপাতালে আসে বুধবার (১১ মে) সকাল ১০টায়। এসময় রাকিবসহ কয়েকজন দালাল তাকে বলে তারা রোগীকে ডাক্তার দেখিয়ে দিবে তাদের টাকা দিতে। সে টাকা না দিয়ে আমাকে বিষয়টা জানায়। পরে আমি বাসা থেকে হাসপাতালের সামনে যেতেই রাকিব, জুয়েল, মাসুক, রাজিবসহ কয়েকজন দালাল আমাকে অতর্কিত হামলা করে। তারা আমাকে এলোপাথারী কিল, ঘুষি, লাখি, থাপ্পর মেরে আমার শরীরের বিভিন্ন স্থানে জখম করে। এসময় তারা আমার ছোট ভাইকেও মারধর করে।
তারা রড দিয়ে আমার মাথায় আঘাত করলে আমার মাথা ফেটে যায়। পরে স্থানীয়রা আমাদের আহত অবস্থায় উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
মামলার বাদী ও আহত ছাত্রলীগ নেতার ছোট ভাই শরিফুল ইসলাম রোমান বলেন, আমার কাছে টাকা দাবি করলে আমি ভাইকে কল দেই। ভাই মোটরসাইকেল নিয়ে আসার সাথে সাথেই তারা ভাইকে হামলা করে। তারা মোটরসাইকেলে হামলা করে মোটরসাইকেল ভেঙে দিয়েছে। তারা আমাকেও হামলা করেছে। তারা যেভাবে দেশীয় অস্ত্রসস্ত্রসহ আমাদের হামলা করেছে বুঝাইযায় তারা পরিকল্পনা করে হামলা করেছে।
ঘটনার বিষয়ে কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) কমল কৃষ্ণধর বলেন, হামলার ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। আমরা ঘটনার তদন্ত করছি।