ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ছুটি শেষে আবারও প্রাণবন্ত হয়ে উঠেছে কুবি
Published : Thursday, 12 May, 2022 at 12:00 AM
কুবি প্রতিনিধি: দীর্ঘ বিরতির পর খুলবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়। পরিবার পরিজনের সাথে ঈদ আনন্দ উপভোগ করে ক্যাম্পাসে ফিরতে শুরু করেছে শিক্ষক-শিক্ষার্থীরা। যার ফলে আবারো প্রাণবন্ত হয়ে উঠেছে ক্যাম্পাস।
আগামী সোমবার (১৬ মে) থেকে শুরু হবে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম। এরপর যথারীতি ক্লাস, পরীক্ষা, অ্যাসাইনমেন্ট এবং প্রেজেন্টেশনে ব্যস্ত সময় পার করবে শিক্ষার্থীরা।
সরেজমিনে ঘুরে দেখা গেছে, বিশ্ববিদ্যালয়ের মূল ফটক, গোল চত্ত্বর, মুক্তমঞ্চ, পিএ চত্ত্বর, ক্যাফেটেরিয়া এবং কেন্দ্রীয় শহীদ মিনারে অনেকদিন পর সহপাঠীদের কাছে পেয়ে পরস্পর ঈদের শুভেচ্ছা বিনিময়, গল্প আর আড্ডায় মেতে উঠে শিক্ষার্থীরা। পাশাপাশি আবাসিক হলগুলোও ছিলো প্রাণবন্ত ।
ঈদের ছুটি শেষে ক্যাম্পাসে ফেরার অনুভূতি প্রকাশ করতে গিয়ে গণিত বিভাগের শিক্ষার্থী ফয়সাল আহমেদ বলেন, রমজানে ঈদের ছুটিতে বাড়ি যাওয়াটা অনেক আনন্দের। আবার ঈদ শেষে পরিবার পরিজনকে ছেড়ে আসাও অনেক কষ্টের। এখন দুই রকম অনুভুতি হচ্ছে। প্রথমত পরিবার ছেড়ে আসার কষ্ট। দ্বিতীয়ত প্রাণের ক্যাম্পাসে ফিরে যাওয়ার আনন্দ। বাড়িতে থাকাকালীন সময়ে ক্যাম্পাসের জারুল, কৃষ্ণচূড়া ভীষণ ভাবে মিস করছি। ক্যাম্পাসে ফিরে গিয়ে আবার সবার সাথে আড্ডা, খুনসুটিতে মেতে উঠবো এটা ভেবেই আনন্দ লাগছে।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, আগামী ১৬ মে থেকে আমাদের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শুরু হবে। বন্ধের সময়ে আমরা ক্যাম্পাসের নিরাপত্তা জোরদার করার সর্বোচ্চ চেষ্টা করেছি। পাশাপাশি হলে যারা অবস্থান করেছে তাদের নিরাপত্তায়ও তৎপর ছিলো প্রশাসন। ইতোমধ্যেই শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরতে শুরু করছে। শিক্ষার্থীদের যেন কোন সমস্যা না হয় আমরা সেদিকে খেয়াল রাখছি।
প্রসঙ্গত, করোনার কারণে সৃষ্ট ঘাটতি পুষিয়ে নিতে ২১ এপ্রিল পর্যন্ত খোলা ছিল একাডেমিক কার্যক্রম। বিভিন্ন বিভাগে চলমান ছিল পরীক্ষা, অ্যাসাইনমেন্ট ও প্রেজেন্টেশন।