ব্রাহ্মণপাড়ায় সরিষা প্রদর্শনীর মাঠ দিবস পালিত
Published : Thursday, 12 May, 2022 at 12:00 AM
ইসমাইল নয়ন।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় রাজস্ব প্রকল্পের আওতায় রবি মৌসুমে (২০২১-২০২২) অর্থবছরে বাস্তবায়িত সরিষা প্রদর্শনীর মাঠ দিবস পালিত হয়েছে। বুধবার বিকালে উপজেলার বড়ধুশিয়া আব্বাস আলীর বাড়িতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই মাঠ দিবস পালন করা হয়েছে। অনুষ্ঠানের শুরুতে কোরআন পাঠ করেন হাজী আবুল কাশেম। অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো: মাহবুবুল হাসানের সভাপতিত্বে ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ হোসেন মিয়ার পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মজিবুর রহমান, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাকসুদুল আলম। বক্তব্য রাখেন উপজেলা যুবলীগ নেতা ইসরাফিল ভূঁইয়া, আব্দুল হান্নান ভূঁইয়া, উপ-সহকারী কৃষি কর্মকর্তা তফাজ্জল হোসেনসহ এলাকার বিভিন্ন পর্যায়ের লোকজন। এসময় মাঠ দিবসে সরিষা প্রদর্শন করা হয়।