হজের সর্বনিম্ন প্যাকেজ ৪ লাখ ৬২ হাজার টাকা
Published : Thursday, 12 May, 2022 at 12:00 AM
এ বছর সরকারি ব্যবস্থাপনায় হজে যাওয়ার জন্য সর্বনিম্ন ৪ লাখ ৬২ হাজার টাকা (প্যাকেজ-২) নির্ধারণ করা হয়েছে। এই প্যাকেজের আওতায় হজযাত্রীরা মক্কার মসজিদুল হারামের ১৫০০ মিটারের মধ্যে অবস্থান করবেন।
বুধবার (১১ মে) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান।
প্রতিমন্ত্রী বলেন, ‘এ বছর সরকারিভাবে ২টি প্যাকেজ ঘোষণা করা হলো। সরকারিভাবে হজে যেতে প্যাকেজ-১-এর আওতায় ৫ লাখ ২৭ হাজার ৩৪০ টাকা খরচ হবে। এই প্যাকেজের যাত্রীরা মসজিদুল হারামের ১০০০ মিটার দূরত্বের মধ্যে থাকবেন।
ফরিদুল হক খান বলেন, ‘বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রীদের জন্য ৪ লাখ ৫৬ হাজার ৫৩০ টাকার প্যাকেজ প্রস্তাব করা হয়েছে। তবে বেসরকারি ব্যবস্থাপনার হজ এজেন্সিগুলো সরকারি ব্যবস্থাপনার প্যাকেজ-১ ও প্যাকেজ-২-এর সঙ্গে মিল রেখে একাধিক প্যাকেজ ঘোষণা করতে পারবে।
এর ওপর ভিত্তি করে আগামীকাল হজ প্যাকেজ ঘোষণা করবে হাব।