মুরাদনগরে মুজাহিদ কমিটির ওয়াজ মাহফিল সম্পন্ন
Published : Thursday, 12 May, 2022 at 12:00 AM
মো. হাবিবুর রহমান, মুরাদনগর ||
কুমিল্লার মুরাদনগর উপজেলা মুজাহিদ কমিটির উদ্যোগে ওয়াজ মাহফিল সোমবার রাতে ডি. আর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর মুফতী সৈয়দ রেজাউল করীম। উপজেলা মুজাহিদ কমিটির ছদর আব্দুল আলীমের সভাপতিত্বে মাহফিলে বিশেষ অতিথি ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার ও দাওয়া সম্পাদক মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম। প্রধান বক্তা ছিলেন, বিশিষ্ট লেখক, গবেষক ও ইসলামী চিন্তাবিদ মুফতী রেজাউল করিম আবরার।
কুমিল্লা উত্তর জেলা ইসলামী আন্দোলনের সাংগঠনিক সম্পাদক মাওলানা মীর ইকবাল হোসাইনের উপস্থাপনায় মাহফিলে আলোচনা করেন, কুমিল্লা উত্তর জেলা মুজাহিদ কমিটির নায়েবে ছদর মাওলানা আব্দুর রাজ্জাক, জামিয়া ইসলামিয়া মুজাফ্ফারুল উলুম মাদরাসার মুহাদ্দিস মাওলানা আতহার নোমানী, জাতীয় উলামা মাশায়েখ ও আইম্মা পরিষদের সভাপতি মুফতী সাদেকুল ইসলাম।
অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা মুজাহিদ কমিটির ছদর কামরুল হাসান খোকন, কুমিল্লা উত্তর জেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা মোহাম্মদ তৈয়ব, সেক্রেটারী মাওলানা নূর হোসাইন, মুরাদনগর সদর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আক্তার হোসেন, উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি হাবিবুর রহমান, মাওলানা বেলাল হোসাইন, এম এম মফিজুল ইসলাম ও মাওলানা হোসেন মোল্লা প্রমুখ।