ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বুড়িচংয়ে গাড়ি চাপায় বৃদ্ধ নিহত
Published : Wednesday, 11 May, 2022 at 12:00 AM, Update: 11.05.2022 12:44:10 AM
বুড়িচংয়ে গাড়ি চাপায় বৃদ্ধ নিহতসৌরভ মাহমুদ হারুন, বুড়িচং ||
ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের কালাকচুয়া এলাকায় গাড়ী চাপায় আলতাব হোসেন (৫০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। বুধবার বিকেলে সাড়ে ৪ টায় সাকুরা সিএনজি পাম্প এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত আলতাব হোসেন রংপুর জেলার পীরগঞ্জ এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার উপ-পরিদর্শক (এস.আই) জাহাঙ্গীর আলম জানান, মহাসড়কের কালাকচুয়া এলাকায় রাস্তা পাড়াপারের সময় ঢাকামূখী লেনে অজ্ঞাত একটি গাড়ী বৃদ্ধ আলতাব হোসেনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিনি আরো জানান, নিহত আলতাব হোসেনের মরদেহ উদ্ধার করে ময়নামতি হাইওয়ে থানায় নেয়া হয়েছে। চাপা দেয়া গাড়িটিকে সনাক্তের চেষ্টা চলছে।