Published : Wednesday, 11 May, 2022 at 12:00 AM, Update: 11.05.2022 12:44:06 AM

আবুল কালাম আজাদ।। কুমিল্লা জেলা বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং-চট্র-২০২৬) এর ২২তম ত্রি-বার্ষিক সাধারণ সভা মঙ্গলবার মধ্যম আশ্রাফপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে অনুষ্ঠিত হয়েছে। কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীত পরিবেশন, পতাকা উত্তোলন এবং অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেয় শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দ। কুমিল্লা জেলা বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলী'র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখেন কুমিল্লা জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি অধ্যক্ষ কবির আহাম্মদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের কার্যকরী সভাপতি মোঃ তাজুল ইসলাম, কুমিল্লা জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের মহাসচিব জলিশ আব্দুর রব,কুমিল্লা জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাবেক সভাপতি আব্দুল হক,কুমিল্লা জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আলী মনসুর ফারুক,কুমিল্লা জেলা বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কাজী মোতাহার হোসেন,মালিক গ্রুপের সদস্য দুলাল হোসেন অপু, শ্রম অধিদপ্তরের বিভাগীয় সহকারী পরিচালক মোস্তফা আজিজুল করিম, শ্রম কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন,শাহ আলী সুপার এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ আক্তার হোসেন,কুমিল্লা সুপারের ব্যবস্থাপনা পরিচালক রাসেল প্রমুখ।
এ সময় কুমিল্লা জেলা বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি আজাদ হোসেন, সহ-সভাপতি মোঃ ফিরোজ আহমেদ, মোঃ ইউনুস, আব্দুল মজিদ খোকন,যুগ্ম সম্পাদক আব্দুল বারেক,সহ-সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, হানিফ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক বাবুল মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক শরিফ আহমেদ, প্রচার সম্পাদক খোরশেদ আলম, সহ-প্রচার সম্পাদক আব্দুল কাদের,দপ্তর সম্পাদক আসলাম মিয়া,সহ-দফতর ফারুক আহমেদ সুমন,সহ-কোষধ্যক্ষ জসিম উদ্দিন, আইন বিষয়ক সম্পাদক ফেরদৌস, লাইন সম্পাদক মফিজ মিয়া, আবুল কালাম কালু, সমাজ কল্যাণ সম্পাদক জুয়েল আহমেদ, কার্যকরী সদস্য শফিক,আব্দুল খালেক,জামাল,আঃ হক,ওহাব মিয়া,লিটনসহ কুমিল্লা জেলা বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং-চট্র-২০২৬) এর সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।