Published : Wednesday, 11 May, 2022 at 12:00 AM, Update: 11.05.2022 12:44:01 AM

আলমগীর হোসেন,দাউদকান্দি।।
দাউদকান্দিতে তিন রাউন্ড গুলি ও একটি বিদেশি পিস্তলসহ সাইমন (১৮) নামের এক জনকে আটক করেছে মডেল থানা পুলিশ।
কুমিল্লার সিনিয়র সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) মোঃ ফয়েজ ইকবাল জানান,সোমবার রাত ১১ টায় পৌরসভার দোনারচর কামাল মিয়ার বাড়ী সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।
সে সবজিকান্দির গ্রামের ভাড়াটিয়া মুকবিল মিয়ার ছেলে। তার গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ জেলার গজারিয়ায় উপজেলার মনারকান্দি গ্রামে।
এব্যাপারে অস্ত্র আইনে দাউদকান্দি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।