ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
 ‘আবেদন ছাড়া জাতীয় ক্রীড়া পুরস্কার পাওয়ার সুযোগ নেই’
Published : Wednesday, 11 May, 2022 at 12:00 AM
 ‘আবেদন ছাড়া জাতীয় ক্রীড়া পুরস্কার পাওয়ার সুযোগ নেই’বিশেষ সংবাদদাতা ||
জাতীয় ক্রীড়া পুরস্কার পেতে হলে আবেদন করতে হয়। একজন ক্রীড়াবিদ বা ক্রীড়া সংগঠক দেশের খেলাধুলার জন্য বিশেষ অবদান রেখে এই পুরস্কার পেয়ে থাকেন। তাকে কেন আবেদন করে রাষ্ট্রীয় স্বীকৃতি নিতে হবে?- এমন প্রশ্ন উঠেছিল মঙ্গলবার জাতীয় ক্রীড়া পুরস্কার ঘোষণা অনুষ্ঠানে।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি এ প্রশ্নের জবাবে বলেছেন, ‘আবেদন ছাড়া জাতীয় ক্রীড়া পুরস্কার পাওয়ার সুযোগ নেই। কোন পুরস্কার কিংবা সম্মান চেয়ে নেওয়াটা অসম্মানের, এটা আমি স্বীকার করি। তবে এটাও ঠিক আমাদের দেশে প্রচলিত প্রায় সবক'টি রাষ্ট্রীয় পুরস্কারের জন্য আবেদন করতে হয়। দেশের সর্বোচ্চ স্বাধীনতা পুরস্কারও আবেদন করে নিতে হয়। আমি ব্যক্তিগতভাবেও কয়েকজনকে আবেদন করতে বলেছিলাম। তারা করেননি। কারণ অনেকে নিতে চান না।’

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘যে প্রস্তাব উঠলো সেটা আমি কেবিনেটে তোলার চেষ্টা করবো। যাতে করে আবেদন কথাটি তুলে দেয়া যায় কি না। এটি আসলে আমাদের তৈরি নয়, মন্ত্রী পরিষদ থেকেই নিয়মটা করা। ওখান থেকে যেভাবে বেঁধে দেয়া হয়, সেভাবেই আমাদের করতে হয়। এর চূড়ান্ত অনুমোদন কিন্তু কেবিনেট থেকেই করা হয়। আমাদের করার সুযোগ নেই।’

দীর্ঘদিন জমে থাকা পুরস্কার প্রদান করা হচ্ছে ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপির সময়ে। এটা নিয়ে গর্ববোধ করে তিনি বলেছেন, ‘এটি আমাদের জন্য গর্বের যে, আট বছরের পুরস্কার আমরা একসঙ্গে দিতে সক্ষম হয়েছি। বিশ্বাস করি সকল অচলাবস্থা দূর করতে পেরেছি। এত লম্বা বিরতি যাতে না হয় সেই চিন্তা থেকে আগামী বছর ২০২১, ২০২২ সালেরটা দেওয়ার ইচ্ছা রয়েছে। বছরেরটা যাতে বছরেই দেয়া যায় সেদিকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হবে। গত দু'বছর করোনার কারণে পারিনি। এটি ক্রীড়া ক্ষেত্রে সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার। তাদের জন্য আরও কিছু করা যায় কি না সেই চেষ্টা করবো।’

তালিকায় অনেক বিতর্কিত মানুষ রয়েছে। অনেক যোগ্য লোক উপেক্ষিত হয়েছে। তাদের কেন উপেক্ষিত রাখা হচ্ছে। জবাবে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেছেন, ‘আমাদের জাতীয় ক্রীড়া পুরস্কার যাচাই-বাছাইয়ের জন্য তিনটি কমিটি পৃথকভাবে কাজ করে। বাছাই করে জাতীয় কমিটিতে পাঠানো হয়।।’