ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুসিক নির্বাচন: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৫ নির্দেশনা
Published : Tuesday, 10 May, 2022 at 12:00 AM, Update: 10.05.2022 12:47:39 AM
কুসিক নির্বাচন: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৫ নির্দেশনাআসন্ন কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচন, ১৩৫ ইউনিয়ন পরিষদ, এক উপজেলা ও ছয় পৌরসভা নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশ, বিজিবি ও আনসারকে পাঁচ নির্দেশনা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার (৯ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপ-সচিব শাহে এলিদ মাইনুল আমিন সই করা এ নির্দেশনা সংশ্লিষ্ট বাহিনীর প্রধানদের কাছে পাঠানো হয়।
ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, এসব স্থানীয় সরকার নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৭ মে ও মনোনয়নপত্র বাছাই ১৯ মে। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের করা যাবে ২২ মে পর্যন্ত। আপিল নিষ্পত্তি করা হবে ২৫ মে’র মধ্যে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৬ মে। আর প্রতীক বরাদ্দ হবে ২৭ মে।
নির্দেশনায় বলা হয়, আগামী ১৫ জুন কুমিল্লা সিটি, ছয়টি পৌরসভা সাধারণ নির্বাচন, একটি উপজেলা পরিষদ নির্বাচন, ১৩৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচন এবং উপজেলা/পৌরসভা/ইউনিয়ন পরিষদের বিভিন্ন শূন্য পদে উপনির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে নিম্নোক্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
১. আইনশৃঙ্খলা বাহিনী মােতায়েনের পরিকল্পনা
২. সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা
৩. নির্বাচনী এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ
৪. আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মােতায়েনের লক্ষ্যে অগ্রিম বাজেট প্রণয়ন এবং
৫. অবৈধ অনুপ্রেবেশকারী নিয়ন্ত্রণ ও নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড প্রস্তুতকরণ।
এ অবস্থায় নির্বাচন কমিশন সচিবালয় কর্তৃক গৃহীত সিদ্ধান্তগুলোর সংশ্লিষ্টতা অনুযায়ী প্রয়ােজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।