Published : Tuesday, 10 May, 2022 at 12:00 AM, Update: 10.05.2022 12:47:30 AM

রণবীর ঘোষ কিংকর: কুমিল্লার চান্দিনায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে সড়ক দুর্ঘটনায় মটোরসাইকেল আরোহী সাব্বির হোসেন (১৩) নামের এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় মটোরসাইকেল চালক আল-আমিন (১৬) আহত হয়।
সোমবার (৯ মে) রাত সাড়ে ৯টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলা গেইট এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।
নিহত সাব্বির হোসেন শরীয়তপুর জেলার সদর উপজেলার নাওডোবা গ্রামের আবুল হোসেন এর ছেলে। সে ঢাকার একটি মাদ্রাসা থেকে সদ্য কোরআনে হাফেজ সম্পন্ন করে। আহত আল-আমিন কুমিল্লা কোতয়ালী থানাধীন কাবিলা-কৃষ্ণপুর গ্রামের আবু তালেব এর ছেলে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র। সম্পর্কে তারা খালাতো ভাই।
আহত আল-আমিন জানায়, সাব্বির ঢাকার একটি মাদ্রাসা থেকে কোরআনে হাফেজ সম্পন্ন করে। ঈদের পর আমাদের বাড়িতে বেড়াতে আসে সাব্বির। সোমবার রাতে আমরা দুইজন মটোরসাইকেল যোগে মাধাইয়া আত্মীয়ের বাড়িতে যাওয়ার সময় চান্দিনা উপজেলা গেইট এলাকায় পিছন থেকে একটি প্রাইভেটকার ধাক্কা দেয়। আমরা দুইজন দুইদিকে ছিটকে পড়ি। এসময় পিছন থেকে একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।
হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির ইন-চার্জ (ইন্সপেক্টর) মাসুদ আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনা নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘাতক গাড়ি আটক করা সম্ভব হয়নি।